ব্রীজ সরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে শাসকদল এবং বিরোধীদলের মধ্যে চলছে চাপানোত্তর পরিবেশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর নগর পঞ্চায়েত এলাকার এক নং এবং চার নং ওয়ার্ডের সংযোগ স্হলে  পুরাতন একটি স্টিল ব্রীজ সরিয়ে নেওয়ার 

পরিপ্রেক্ষিতে বিরোধী দল সি,পি,আই,এম,এবং শাসকদল বি,জে,পি,এর মধ্যে চলছে চাপানোওর পরিবেশ।ঘটনার বিবরনে যানা যায় যে,গতকাল সকালে পানিসাগর নগর এলাকার এক নং এবং চার নং ওয়ার্ডের সংযোগ স্হলে পুরাতন স্টিল ব্রীজটি সরিয়ে নেওয়ার জন্য হাতিয়ার সমেত শ্রমিকরা ব্রিজটি ভাঙ্গার কাজে হাত দেয়।এই খবর পেয়ে পানিসাগর সি,পি,আই,এম,অঞ্চল কমিটির পক্ষথেকে 

অজিত দাস, শীতল দাস,অবনী দে সহ বেশ কয়েকজন ঐ এলাকায় পৌঁছায় এবং ব্রিজটি তুলে নেওয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।এরই মধ্যে ঘটনা স্হলে পৌছায় পানিসাগর নগর পঞ্চায়েতর ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত ধনঞ্জয় দেব নাথ সহ আরও বেশ কয়েকজন।উভয়ের মধ্যে বেশকিছুক্ষন যাবৎ চলে কথোপকতন।সি,পি,আই,এম,নেতৃত্বরা দাবি করেন ব্রিজটিকে সংস্কার করে যেখানে চলাচলের উপযোগী করে তোলার কথা, সেখানে সেটি না করে বরং জনগনের সমস্যার সমাধানের পরিবর্তে জনগনকে বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।তবে বিরোধী দলের পক্ষথেকে ব্রিজটিকে তুলে না আনার জন্য ভাঙ্গার কাজ বন্ধ রাখার আপওি দেওয়া সত্বেও এরা চলে আসার পর পুনরায় ব্রিজটিকে ভাঙ্গার কাজে 

হাত দেওয়া হয়।তাই বাধ্য হয়ে বিষয়টি নিয়ে স্হানীয় সংবাদ মাধ্যমে স্বরনাপন্ন হয়ে প্রতিবাদ মুলক বিবৃতি তোলে ধরা হয়।বিরোধী দলের অভিযোগের সত্যতা যাচাই করতে স্হানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা ঘটনা স্হলে গিয়ে ঐ এলাকার সুবিধাভোগীদের সাথে কথা বলে জানতে পারেন যে, ব্রিজটি প্রায় দশ বছর পূর্বে নির্মান করা হয়েছিলো। সেই থেকে আজ অব্দি কোন সরকারই ব্রিজটিকে সারাই করতে কোন উদ্দ্যোগ গ্রহন করেনি।এখন হঠাৎ করে ব্রিজ টি  ঐ এলাকা থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের কাওকে আগাম কিছু জানায়নি।গতকাল সকালে ব্রিজ টি ভেঙ্গে নেওয়ার সময় এরা জানতে পারে ব্রিজ টি নগর পঞ্চায়েত কতৃক সরিয়ে নেওয়া হচ্ছে।


এদের আরও অভিযোগ এই ব্রিজটি দিয়ে শুধুমাএ জনা দশেক বসত বাড়ি চলাচল করতেন না, এটি দিয়ে চার নং ওয়ার্ডের একটা বৃহত অংশের কৃষকরা চাষাবাদ করতে যাতায়াত করত।এরা সকলেই আজ থেকে বন্চিত।পরিশেষে বিষয়টি নিয়ে পানিসাগর নগর পঞ্চায়েত ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত ধনঞ্জয় দেব নাথ মহাশয়ের কাছে জানতে চাইলে তিনি জানান ঐ এলাকার প্রায় জনা পন্চাসের মতো পরিবারের দাবি ছিল একটি স্হায়ী পাকা সেতু নির্মাণে।বর্তমান বি,জে,পি,সরকার আসার পর পরই তাদের যাতায়াতের সুবিধার জন্য বাইশ লক্ষ টাকা ব্যায় করে একটি পাকা সেতু নির্মাণ করে দেওয়া হয়।এতে করে ঐ এলাকার বসবাসরত পরিবার গুলো সকলেই উপকৃত হয়েছেন।পাশাপাশি ঐ স্টিল ব্রীজটি দিয়ে শুধু মাএ ছয়টি পরিবার চলাচল করত।পাকা সেতু নির্মাণের পর ঐ এলাকার বসবাসরত পরিবার গুলো নিজের স্বইচ্ছায় খুশি হয়ে নিজেদের জোত জমির থেকে আট হাত জায়গা রাস্তা নির্মানের জন্য দিয়েদেয়।এতে করে ঐ ছয় পরিবার সহ বর্তমানে সবকটি পরিবার উপকৃত হয়েছেন।এছাড়াও পুরাতন হওয়াতে স্টিল ব্রীজটি চলাচলের অউপযোগী হয়ে পড়েছে।যখন তখন ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তাই নগর পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী জরাজীর্ণ অবস্হায় ব্রিজটি ভেঙ্গে ফেলা হচ্ছে।মাননীয় ভাইস চেয়ারম্যান জানান তাদের প্রয়োজন মতো দাবি লিখিত আকারে নগর পঞ্চায়েত কার্যালয়ে দেবার জন্য।নগর পঞ্চায়েত কতৃপক্ষ অবশ্যই তাদের দাবি পুরনের চেষ্টা করবে।তিনি জানান বিরোধী দলের অভিযোগ সম্পূর্ণ কাকতালীয়। কারন ঐ এলাকায় নাকি চলাচলের একটি স্হায়ী পাকা সেতু নির্মাণ করে, পরবর্তীতে বিকল হওয়া ব্রিজটি ভাঙ্গা হচ্ছে।এই নিয়ে শাসকদল এবং বিরোধীদলের মধ্যে চলছে চাপানোওর পরিবেশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu