সম্পন্ন হলো সিপিআই(এম) উত্তর জেলা ৩য় সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

ধর্মনগর প্রতিনিধিঃ চাই শক্তিশালী সংগঠন ,ঐক্যবদ্ধ লড়াই ,ইস্পাতদৃঢ় সুশৃঙ্খল কমিউনিস্ট পার্টি। এই আহ্বানকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগর সিপিআই(এম) 

কার্যালয়ের সম্পন্ন হলো সিপিআই(এম) উত্তর ত্রিপুরা জেলার ৩য় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে ধর্মনগরে প্রায় ১ সপ্তাহ ব্যাপি বামেদের  প্রচার স্কোয়াডের সাথে সাথে নানান কর্মসূচি যেমন রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি  চলছিল। অবশেষে বৃহস্পতিবার বেলা ১১টায় ধর্মনগর সিপিআই(এম) কার্যালয় প্রাঙ্গনে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে জেলা সম্মেলনের কাজ শুরু হয়। প্রথমেই শহীদবেদিতে 

মাল্যদান ও পরবর্তীতে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের প্রকাশ্য সমাবেশের শুরু হয়।প্রকাশ্য সমাবেশের প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম ) রাজ্য কমিটির সম্পাদক মন্ডলির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সাথে ছিলেন সিপিআই(এম) রাজ্য নেতৃত্ব রাধাচরণ দেববর্মা।  সম্মেলনের প্রধান বক্তা তার আলোচনার মধ্যে রাজ্যের ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একেরপর এক অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন ২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসার পূর্বে বিজেপি সরকার বহু প্রতিশ্রুতি দেয়েছিল। যেমন বছরে দুকোটি বেকারের 

কর্মসংস্থান,  সকলের জন্য ঘর, উন্নত চিকিৎসা উন্নত শিক্ষা আরো অনেক কিছু।  কিন্তু ক্ষমতায় আসার পর কোন কথায় রাখেনি। আবারো ২০১৯ সালে আরো প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে মদি সরকার মানুষের সাথে ছলনা করে চলেছে। রাজ্যেও বর্তমানে বিজেপি সরকার রয়েছে কিন্তু কোন কাজ করছে না। রাস্তা ঘাটের অবস্থা খুবই খারাপ। রাজ্যের অধিকাংশ জায়গায় জলের সংকট রয়েছে । দুদিন পরপর মায়েরা কলশ নিয়ে বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছে। ক্ষেতে সেচের জন্য ব্যবহৃত মেশিন গুলো নষ্ট হয়েগেলে সারাইয়ের কোন উদ্যোগ নেই। এই ভাবেই তারা রাজ্য পরিচালনা করছে। 

ইদানীং আবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে এসেছে। এখানে বিজেপি লুটপাট করছে আর পশ্চিমবঙ্গে তৃণমূল লুটপাট করছে । অর্থাৎ বিজেপি আর তৃণমূল একি বৈশিষ্ট্যের দুটি দল। তাই তিনি উপস্থিত সকলের কাছে অনুরোধ রাখেন। সকলে যেন হাতে হাত রেখে রাজ্যটাকে বাচাতে এগিয়ে আসেন। প্রকাশ্য সমাবেশে ভালো সংখ্যক বাম কর্মীসমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।  প্রকাশ্য সমাবেশের পরে ধর্মনগর সিপিআই(এম) কার্যালয়ে প্রতিটি মহকুমা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে সম্মেলনের মধ্য দিয়ে পুনরায় অমিতাভ দত্তকে সিপিআই(এম ) উত্তর জেলার স

ম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu