সবুজ ত্রিপুরা
৩ জানুয়ারি
ধর্মনগর প্রতিনিধিঃ পানিসাগর মহাকুমার দক্ষিণ পদ্মবিল এলাকার স্থানীয় একটি ডি .বি .আই নমক ইটভাটার মেশিনে ঢুকে অস্বাভাবিক মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় নিমেষের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা
গেছে সপ্তাহের ৬ দিন কাজের পর প্রতি বুধবার ঐ ইটভাটার সাপ্তাহিক কাজকাম বন্ধ থাকে। ঐদিন ইটভাটার নির্দিষ্ট কয়েকজন শ্রমিক মিলে ইটভাটার হিট তৈরিতে ব্যবহৃত মেশিন গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সে মোতাবেক এই ইটভাটার শ্রমিক দক্ষিণ পদ্মবিলের ইন্দুরাইল পঞ্চায়েতের ১ নং ওয়ার্ল্ডের বাসিন্দা সীতেশ বিল(২৮) তার এক সহকর্মীকে নিয়ে ইট তৈরির আগে মাটি প্রস্তুতির মেশিনটি চালিয়েই পরিষ্কার করতে থাকেন ।তার সহকর্মী মেশিনের আশপাশ
পরিষ্কারের কাজেই ছিলেন।এরি মধ্যে আচমকা তার আর্ত চিৎকার শুনতে পেয়ে তার সহকর্মী মেশিনের দিকে তাকাতেই দেখতে পান চলতি মেশিনের ভেতর সীতেশ বিলের দিহ ঢুকে নিমিষেই ছিন্নভিন্ন হয়ে যায়। দৌড়ে এসে তার সহকর্মী মেশিনটি বন্ধ করে ইট ভাটা অন্যান্যদের খবর পৌছায়। খবর দেওয়া হয় পানিসাগর থানায়। কিন্তু ঘটনাস্থলে পানিসাগর থানা কর্তৃপক্ষ আসতে অনেকটাই দেরি করে। এতে ইটভাটা শ্রমিকদের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা । ঘটনার প্রায় দু-তিন ঘণ্টা পর পানিসাগর থানার পুলিশ এসে ইটভাটায় পৌঁছুতেই উত্তপ্ত শ্রমিকরা পুলিশের ওপর তাদের ক্ষোভ উগরে দেন। এভাবে দীর্ঘক্ষণ চলার পর
অবশেষে সন্ধ্যা ছটা নাগাদ পুলিশ মেশিনের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করে পানিসাগর হাসপাতালমর্গে পাঠায়। তবে এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠে এসেছে।যেমন মেশিনের নির্দিষ্ট চালক থাকার পরেও বুধবার মেশিনটি পরিষ্কারের সময় চালক ছিলেন না।এ বিষয়ে ইটভাটার মালিক মিহিরলাল নাথকে জিজ্ঞাসা করলে তিনি বলেন সিতেশ বিল কিভিবে ঐ মেশিন পরিস্কারে গেলেন সে বিষয়ে তিনি কিছু জানেন না ফলে চলতি মেশিনে ঢুকে শ্রমিকের মৃত্যু নিয়ে নানান রহস্য দেখা দিয়েছে। পুলিশি তদন্তে হয়তো মূল রহস্য বেরিয়ে আসবে। মৃত শ্রমিক সিতেশ বিল সবে মাত্র দু মাস যাবত এই ইটভাটায় কাজ করতেন। এই ইটভাটার আরেক শ্রমিক রিতা বিলের সাথে ১ বছর পূর্বে তার বিয়ে হয়েছিল।
0 মন্তব্যসমূহ