সবুজ ত্রিপুরা
৩ জানুয়ারি
পানিসাগর প্রতিনিধিঃ গত ০১ জানুয়ারি ২০২২ ইং শনিবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহাকুমার সাব-রেজিস্ট্রার আওতাধীন ডিড রাইটার্স অ্যাসোসিয়েশন
বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১:৩০ মিনিট থেকে পানিসাগর মহকুমাশাসক কার্যালয়ের ক্যান্টিন হলঘরে ডিড রাইটার্স এসোসিয়েশনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সভাপতিত্ব করেন ডিড রাইডার্স শ্রীযুক্ত গূপেন্দ্র নাথ,। সভার শুরুতেই ২০২১ সালের পানিসাগর সাব-রেজিস্ট্রার স্থিত ডিড রাইডার্স অ্যাসোসিয়েশন সম্পাদক শ্রী সুধাংশুরঞ্জন দাস বিগত বছরের হিসাব নিকাশ উত্থাপন করেন এবং বিগত বৎসরের সভাপতি অমূল্য দাস
২০২১ মনের কার্যকারী কমিটি ডিজর্লভ বলে ঘোষণা করেন। তৎপর সভার সভাপতির পরিচালনায় ইংরেজি নববর্ষের প্রথম দিনেই পানিসাগর মহাকুমার সব রেজিস্ট্রার অফিসের আওতাধীন পানিসাগর ডিড রাইডার্স' অ্যাসোসিয়েশনের মোট ১২ জন সদস্য বিশিষ্ট কমিটি এবং ৭ জন সদস্য বিশিষ্ট কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়। ২০২২ সালের নতুন কমিটির সভাপতির দায়ভার প্রদান করা হয় শ্রী দিলীপ দেবনাথ, সহ-সভাপতি গূপেন্দ্র নাথ, সাধারণ সম্পাদক সুধাংশুরঞ্জন দাস, সম্পাদক অনিমেষ
সরকার ও কোষাধক্ষ্য রিমা দাস কে।। সর্বমোট বারো জন সদস্য বিশিষ্ট অ্যাসোসিয়েশনের সাত জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তৎসঙ্গে আরো দুজন ডিড রাইডার্সকে অ্যাসোসিয়েশনে সদস্যপদ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সব মিলিয়ে পানিসাগর সাব-রেজিস্ট্রার আওতাধীন ডিড রাইটার্স এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হইয়া, সভার সভাপতি মহাশয় এর ভাষণ প্রদানে সবার কাজ সম্পন্ন করা হয়।
0 মন্তব্যসমূহ