শাস্ত্রীয় নৃত্যের প্রসারে কত্থক নৃত্যের কর্মশালা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

ধর্মনগর প্রতিনিধিঃ র্মনগরের দুটি স্বনামধন্য নৃত্য  শিক্ষাপ্রতিষ্ঠান গুরুকুল ট্রেনিং ইনস্টিটিউট ও পূর্ণশ্রী নৃত্যাশ্রমের যৌথ উদ্যোগে আগামী ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত তিনদিনের কত্থক নৃত্যের বিশেষ কর্মশালা 

হতে চলেছে। রবিবার দুপুরে ধর্মনগর প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন পূর্ণশ্রী নৃত্যাশ্রমের প্রিন্সিপাল পূর্ণশ্রী ঘোষ। সাংবাদিক সম্মেলনে উনার সাথে উপস্থিত ছিলেন গুরুকুল ট্রেনিং ইনস্টিটিউটের সভাপতি অশোকেন্দু চক্রবর্তী এবং সম্পাদক সুকুমার ঘোষ। 

সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে পূর্ণশ্রী ঘোষ  জানিয়েছেন।  প্রতিবছর গুরুকুল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে এমন শাস্ত্রীয়  নৃত্য,  তবলা কিংবা গানের কর্মশালা হয়ে থাকে। এবারো শাস্ত্রীয় নৃত্যের প্রসারেই  কত্থক নৃত্যের বিশেষ কর্মশালায় আয়োজন করা হয়েছে। এবারের এই কত্থক নৃত্যের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিখ্যাত কথক নিত্য গুরু তথা আন্তর্জাতিক কত্থক নৃত্য শিল্পী  সন্দীপ মল্লিক। তিন দিনব্যাপী এই কর্মশালাটি ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। এতে ধর্মনগরের নৃত্য  শিক্ষার্থীদের সাথে সাথে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নৃত্যশিল্পীরা অংশগ্রহণ 

করবেন। পাশাপাশি তিনি আরো জানিয়েছেন এই নিত্য কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত  থাকবে ।যারাই অংশ নিতে ইচ্ছুক তাদের সংশ্লিষ্ট নৃত্য প্রতিষ্ঠান দুটির সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি। সাথে তিনি জানিয়েছেন এই কর্মশালা ছাড়াও  পূর্ণশ্রী নৃত্যাশ্রমে সারা বছর ছাত্রছাত্রীদের নৃত্যের তালিম দেওয়া হয়। সমাজের গরিব অংশের কোন মেধা সম্পন্ন নৃত্য শিল্পী তালিম নিতে চাইলে পূর্ণশ্রী নৃত্যাশ্রমে বিনামূল্যেই তালিম দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu