বিশালগড় মহকুমা হাসপাতালের সেমিনার হলে এক সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৪ জানুয়ারি

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ সিপাহীজলা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে বিশালগড় মহকুমা হাসপাতালের সেমিনার হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন  সিপাহীজলা 

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস, ডি  আই ও ডক্টর  অরিজিৎ সিনহা। উল্লেখ্য গত ২৫ শে ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেছিলেন যে ৩ই জানুয়ারী থেকে সারা দেশের ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের করোনা টিকা দেওয়া হবে। সেই অনুযায়ী সোমবার সিপাহীজলা জেলা  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে সাংবাদিক 

সম্মেলনে জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন  বিশ্বাস ১৫ থেকে ১৮ বছরের টিকা করন নিয়ে  বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন ৩ই জানুয়ারী অর্থাৎ সোমবার থেকে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমা হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হয়। তিনি আরো বলেন সরকারী নির্দেশ অনুযায়ী ২০০৪ সালের ১৬  জানুয়ারী থেকে ২০০৭ সালের ৩১ ডিসেম্বর এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের  এই কো-ভ্যাকসিন টিকা দেওয়া হবে। তিনি আরো বলেন যারা টিকা নেবেন তারা আগে থেকে রেজিস্ট্রেশন করতে পারবে, অথবা হাসপাতালে এসেও রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবে। ডক্টর রঞ্জন  বিশ্বাস বলেন জেলার 

বিভিন্ন  বিদ্যালয়ের মাধ্যমেও ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েদের টিকা করন প্রক্রিয়া জারি থাকবে।  অন্যদিকে এদিন জেলার ডি  আই ও ডক্টর  অরিজিৎ সিনহা বলেন  কো-ভ্যাকসিনএর  প্রথম ডোজ নেওয়ার  ২৮ দিনের মধ্যে ১৫ থেকে ১৮ বছরের ছেলে মেয়েরা টিকা নিতে পারবে। তিনি বলেন সিপাহীজলা জেলার মধ্যে ২৭ হাজার টিকা করণের টার্গেট রয়েছে। সর্বশেষে তিনি আহ্বান রাখেন সকলে যেনো সময়মতো নিকটবর্তী হেলথ সেন্টারে গিয়ে টিকাকরণ গ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu