বিশালগড় সৎসঙ্গ আশ্রম সংলগ্ন জাতীয় সড়কে বাইক এবং মারুতির সংঘর্ষে আহত ১-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৪ জানুয়ারি

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ শুক্রবার রাত্রি ৮:৩০ মিনিট নাগাদ বিশালগড় সৎসঙ্গ আশ্রম সংলগ্ন জাতীয় সড়কে বাইক এবং মারুতির সংঘর্ষে আহত ১ প্রত্যক্ষদর্শীরা বিকট 

শব্দ পেয়ে তড়িঘড়ি আহত জুটন চক্রবর্তীকে উদ্ধার করে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের তারা ছুটে গিয়ে আহত জুটন চক্রবর্তীকে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। অপরদিকে জানা যায় জুটন চক্রবর্তী অকন্ট মদ্যপান করে মারুতি গাড়ি চালিয়ে বিশালগড় এর দিক 

থেকে চরিলাম যাচ্ছিল অপর দিক থেকে একটি মোটরবাইক বিশালগড় দিকে আসছিলো খুব দ্রুত গতিতে মারুতি গাড়ির চালক সজোরে ধাক্কা মারে মোটরবাইকে সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে যাই বাইক চালক এবং মোটরবাইকটি চুরমার হয়ে 

যায় কিন্তু আশ্চর্যের বিষয় বাইক চালক এর কিছুই হয়নি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে মারুতি গাড়ির মধমত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে মধমত যুবক হাসপাতালে তাণ্ডব চালায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu