সবুজ ত্রিপুরা
৪ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ একের পর এক যান দুর্ঘটনা ঘটছে বিশালগড় মহকুমায়। ইংরেজী নববর্ষের প্রথম দিনই বিশালগড় মহকুমায় দুই- দুটি যান দুর্ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমার মধুপুর থানাধীন কেনানিয়া
বাজারে অটো এবং চার চাকার মালবাহী গাড়ির সংঘর্ষে আহত ৪ জন। ঘটনার বিবরণে জানা যায় শনিবার সাত সকালে একটি যাত্রী বাহী অটো কমলাসাগর থেকে রাস্তার মাথা আসার সময় একটি চার চাকার মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় ৪ জন, আহতরা হলেন পীযুষ দেব, রণজিৎ সেন, সুব্রত পাল, যদিও একজনের নাম জানা যায় নি। এদিকে এই ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য
কেন্দ্রে পাঠায়, পরবর্তী সময় তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের হাঁপানিয়া হাসপাতালে রেফার করে। এদিন দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাস্তার মাথা স্থিত জাতীয় সড়কের উপর একটি মারুতি এবং চার চাকার মালবাহীর সংঘর্ষে আহত ৩ জন। জানা যায় এদিন মারুতি গাড়িটি উদয়পুর থেকে আগরতলার দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় একটি চার চাকার মালবাহী গাড়ি আগরতলা থেকে বিশালগড়ের দিকে যাচ্ছিল, ঠিক
সেই সময় জাতীয় সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। এই ঘটনায় আহত হয় ৩ জন। আহতদের নাম হল তাপস চৌধুরী, বিক্রম সাহা, সুরজিৎ মালাকার। এদিকে এই ঘটনার পর খবর পেয়ে ছুটে আসে বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা, তারপর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের হাপানিয়া হাসপাতালে রেফার করে ।
0 মন্তব্যসমূহ