প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণকে কেন্দ্র করে পিতার দায়ের আঘাতে জখম পুত্র-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১২ জানুয়ারি
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা বালকমনি হাই স্কুল সংলগ্ন এলাকার পাঁচ নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ কে কেন্দ্র 


করে পিতা পুএের বাক বিতন্ডার জেরে পিতা কতৃক পুএ ধারালো দায়ের আঘাতে গুরুতর যখম প্রাপ্ত পুএ।ঘটনার বিবরনে যানা যায় যে, গতকাল সকাল আনুমানিক আটটা এিশ মিনিট নাগাদ ঐ এলাকার বাসিন্দা পেষায় দিনমজুর ভুবেন্দ্র দাস ঔরফে ভুবন আবাস যোজনার ঘর নির্মাণের টাকা খরছ করাকে কেন্দ্র করে নিজ পুএ সৌরভ দাস(২১) এর সহিত বাক বিতন্ডায় জরিয়ে পড়ে। 

বাকবিতন্ডা একটা সময়ে উতপ্ত রুপ ধারন করে।এরই পরিপ্রেক্ষিতে বাবা ভুবন উওেজিত হয়ে পুএ সৌরভ কে ধারলো দা দিয়ে ঘাড়ে কুপ বসিয়ে দেয়।দায়ের আঘাতে গুরুতর আশন্কাজনক অবস্হায় পুএ মাটিতে লুটিয়ে পড়ে।ঘাতক পিতা পুএের এহেন পরিস্হিতি দেকে দা নিয়ে চম্পট দেয়।বাড়িতে থাকা স্ত্রী এবং ছোট পুএের আর্ত চিৎকারে আশপাশ এলাকার লোকজন এদের বাড়িতে ছুটে আসে।এলাকাবাসিদের সহায়তায় তড়িঘড়ি সৌরভ কে পানিসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে।হাসপাতাল সুএে খবর ওর ঘাড়ে আঘাতের তীব্রতা দেখে দশটি সেলাই দিয়ে তড়িঘড়ি ধর্মনগরে স্থানান্তরিত করে।ঘটনার খবর পেয়ে স্হানীয় সংবাদ মাধ্যমের কর্মীরা হাসপাতালে ছুটে যাওয়ার পুর্বেই আশন্কাজনক অবস্হায় তাকে ধর্মনগরে পাটিয়ে দেওয়া হয়।পরবর্তীতে ঘটনাস্হলে গিয়ে স্হানীয় সংবাদ কর্মীরা ঘটনার বিবরন জানতে চাইলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে,পরিবারের কর্তা হয়েও প্রায়শঃই ভুবন নেশা গ্রস্ত অবস্হায় বাড়িতে এসে ছেলেদের সাথে প্রতিনিয়ত জগরা বিবাদ করত।

ওর এই ধরনের আচরনে পরিবারের সকলে কোন প্রতিবাদ না করেই নিরবে সহ্য করে থাকতো।এই ধরনের বিষয়ে এলাকার সকলেই এক প্রকারে অবগত রয়েছেন।আরও জানা গেছে সৌরভ ওর প্রথম পক্ষের স্ত্রীর একমাএ সন্তান।তবে সংবাদ সংগ্রহ পর্যন্ত ঘাতক বাবার বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে পানিসাগর থানায় কোন ধরনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।এই নিয়ে স্হানীয় এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu