সবুজ ত্রিপুরা ১২ জানুয়ারি
বুধবার
বক্সনগর প্রতিনিধিঃ সীমান্তে পাচারবাণিজ্য নিয়ে সংঘর্ষ আজ নতুন নয়। আন্তর্জাতিক বিভিন্ন সীমান্ত এলাকা কে করিডর বানিয়ে পাচারকার্য চালিয়ে যাচ্ছে একাংশ পাচারকারীরা।এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে
বিভিন্ন নেশা সামগ্রী।আবার ওপার থেকে এপারেও বাণিজ্য চালিয়ে যাচ্ছে।এই পাচার বাণিজ্য করতে গিয়ে বিভিন্নভাবে নাজেহাল করে তুলে বিএসএফ জওয়ানদের।পাচার বাণিজ্য করতে গিয়ে বিএসএফকে ম্যানেজ করতে না পারলে পাচারকারীরা বিভিন্ন কৌশলে পাচার বাণিজ্য চালানোর চেষ্টা করে।কোন কোন সময়ে পাচারকারীরা সঙ্গবদ্ধ ভাবে বিএসএফদের উপর আক্রমণ করতেও দ্বিধাবোধ করেন না। রাজ্যের কোন না কোন সীমানায় প্রতিদিনই চলছে রমরমা বাণিজ্য। তাদের অবৈধ পাচার বাণিজ্য রোধের জন্য
সীমান্তরক্ষী বাহিনীরা আপ্রাণ চেষ্টা করেন।এই পাচার বাণিজ্য বাধা দেওয়ার চেষ্টা করতে গিয়ে পাচারকারীদের সাথে সংঘর্ষ বাধঁতে হয় জওয়ানদেরকেও।এমনই একটি ঘটনা ঘটে কলমচৌড়া থানাধীন রহিমপুর সীমান্ত এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার দুপুর এক ঘটিকার সময় রহিমপুর সীমান্তের ১৬৫ নং গেট সংলগ্ন এলাকায় পাচারকারীরা সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে অবৈধ নেশা সামগ্রী পাচারকালে ওই গেইটের পাশে থাকা কর্তব্যরত বিএসএফ জওয়ান ভারতীয় ভূখণ্ডের পাচারকারীদের ধাওয়া করলে ঘটনাস্থল থেকে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।অপরদিকে বাংলাদেশের ভূখণ্ডে থাকা পাচারকারীরা পাচারকৃত সামগ্রী নিয়ে যেতে আসলে কর্তব্যরত জওয়ান বিষয়টি দেখতে পেয়ে ১৬৫ নম্বর গেটের ওপারে ভারতীয় ভূখণ্ডের ১৫০ গজের মধ্যে পাচারকারীদের পাকড়াও করতে ঢুকে পড়লে বাংলাদেশের পাচারকারী ও বিএসএফের মধ্যে সংঘর্ষ বাধে।ঘটনাটি হয় ১৬৫ নম্বর গেটের ২০৫৮ নং পিলারের পাশে।খবর সূত্রে জানা যায় বাংলাদেশের পাচারকারীরা প্রথমে ভারতীয় বিএসএফ জওয়ানের উপর পাথর দিয়ে ঢিল ছুঁড়তে থাকে।পরে বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি ও পাচারকারীরা মিলিতভাবে ভারতীয় জওয়ানকে প্রাণে মারার চেষ্টা করে।তাতে সামান্য আক্রান্ত হন ভারতীয় জওয়ান।পরবর্তী সময়ে আশাবাড়ি ও কাঁটামুড়া বিওপির বিএসএফের এক জাম্বু টিম ঘটনাস্থলে যেতেই বাংলাদেশের পাচারকারী ও বিজিবি জওয়ানরা পালিয়ে যেতে সক্ষম হয়।এই ঘটনার জেরে সীমান্ত এলাকা থমথমে পরিবেশ। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে বিএসএফ জওয়ান।
ভারতীয় বিএসএফ জওয়ানরা সত্য ও নিষ্ঠার সাথে সীমান্তে তাদের কর্তব্য পালন করে যাচ্ছে।কিন্তু সীমান্তের কিছু পাচারকারী কিছুদিন পর পর সীমান্তে বিএসএফদের সাথে সংঘর্ষ বাধে।মুষ্টিমেয় কিছু পাচারকারীর জন্য পুরো সীমান্ত এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় ভুগতে হয়।সীমান্তের ওপারে থাকা ভারতীয় নাগরিকরাও বাংলাদেশি পাচারকারীদের দ্বারা বিভিন্নভাবে আক্রান্ত হয়ে থাকেন।তাদেরকে আতংকে রাত কাটাতে হয় সীমান্তের ওপারে। যদি সীমান্তে এভাবে বাংলাদেশের পাচারকারীরা এসে বিএসএফ দেরকেও আক্রমণ করতে দ্বিধাবোধ না করে।সেখানে ভারতীয় ভূখণ্ডের নাগরিকরা কিভাবে দিন ও রাত কাটাবে।তা নিয়ে প্রশ্ন জাগছে অভিজ্ঞ মহলে।
0 মন্তব্যসমূহ