আজ না কাল বলে কাটিয়ে দেয় প্রায় একটি বৎসর। নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলেও লোন নেওয়া টাকা পরিশোধ না করে বিগত কিছুদিন পুর্বে হঠাৎ করে এক ছেলেকে নিয়ে পরিবার সমেত লাপাওা হয়ে যায়।এর পর থেকে বিগত প্রায় এক মাস যাবৎ অনেক খোঁজা খোঁজি করে তাদের কোন হদিশ না পেয়ে বাধ্যহয়ে বিগত ০৩/০১/২০২২ ইং তারিখে একটি সাভা করে এদের বিরুদ্ধে পানিসাগর
থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়।এই মর্মে বিগত ০৫/০১/২০২২ তারিখে সংঘবদ্ধ ভাবে পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তবে এদের স্হানান্তরের কোন কোন স্হায়ী হদিস না পাওয়াতে পানিসাগর থানা কতৃপক্ষও কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছেনা।এমতাবস্থায় স্হানীয় সংবাদ মাধ্যমের স্বরনাপন্ন
হয়ে বিষয়টির ব্যাপারে অবগত করেন।সংবাদ মাধ্যমের সহযোগিতায় বিষয়টি ব্যাপক হারে সম্প্রচার করার পাশাপাশি ঐ প্রতারক দম্পত্তির বিষয়ে অবগত কারোর কিছু জানা থাকলে পানিসাগর থানার সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়। এই নিয়ে গোটা মহকুমা জোরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ