স্বসহায়ক দল থেকে দলেরই স্বঘোষিত সেক্রেটারি চম্পা রানি দাস দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে পরিবার সমেত উধাও-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১২ জানুয়ারি
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ প্রতারনা এবং জালিয়াতি আজকাল আধুনিক সভ্যতাকেও গ্রাস করে নিয়েছে।আধুনিক সভ্যতার যান্ত্রিক সভ্যতাকেও হার মানিয়ে প্রতিনিয়ত 

জাতিয়াতি ও প্রতারনা একটি চক্র সক্রিয় হয়ে উটেছে।এরই একটি প্রতিচ্ছবি পরিলক্ষিত হয় পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা গ্রামে।ঘটনার বিবরনে যানা যায় যে,বিগত ১৫/০১/২০২১ ইং তারিখে জলেবাসা স্হিত পুর্ব রৌয়া নয়দ্রোন এলাকার চার নং ওয়ার্ডের সান এস,এইচ,জি,স্বসহায়ক দল থেকে দলেরই স্বঘোষিত সেক্রেটারি চম্পা রানি দাস,স্বামী স্বদেশ দাস নিজের প্রয়োজনে ২৫৫০০০ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে 


আজ না কাল বলে কাটিয়ে দেয় প্রায় একটি বৎসর। নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলেও লোন নেওয়া টাকা পরিশোধ না করে বিগত কিছুদিন পুর্বে হঠাৎ করে এক ছেলেকে নিয়ে পরিবার সমেত লাপাওা হয়ে যায়।এর পর থেকে বিগত প্রায় এক মাস যাবৎ অনেক খোঁজা খোঁজি করে তাদের কোন হদিশ না পেয়ে বাধ্যহয়ে বিগত ০৩/০১/২০২২ ইং তারিখে একটি সাভা করে এদের বিরুদ্ধে পানিসাগর 

থানায় মামলা করার সিদ্ধান্ত নেয়।এই মর্মে বিগত ০৫/০১/২০২২ তারিখে সংঘবদ্ধ ভাবে পানিসাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।তবে এদের স্হানান্তরের কোন কোন স্হায়ী হদিস না পাওয়াতে পানিসাগর থানা কতৃপক্ষও কোন পদক্ষেপ গ্রহণ করতে পারছেনা।এমতাবস্থায় স্হানীয় সংবাদ মাধ্যমের স্বরনাপন্ন 
হয়ে বিষয়টির ব্যাপারে অবগত করেন।সংবাদ মাধ্যমের সহযোগিতায় বিষয়টি ব্যাপক হারে সম্প্রচার করার পাশাপাশি ঐ প্রতারক দম্পত্তির বিষয়ে অবগত কারোর কিছু জানা থাকলে পানিসাগর থানার সাথে যোগাযোগ করার আহবান জানানো হয়। এই নিয়ে গোটা মহকুমা জোরে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu