পুনরায় কল করে বড় গাড়ি এনে আগুন আয়ত্তে নিয়ে আসে।তবে ততক্ষনে ঘড়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।মালিক জানায় ধোয়া ঘরটিতে প্রায় দুই হাজার কে,জি, রাবারের সিট ছিলো।এগুলি সব পুরে ছাই হয়ে যায়।রাবার সিটে আগুন লাগার ফলে অতিঅল্প সময়ের মধ্যেই ঘরটি পুরে ছাই হয়ে যায়।তবে ফায়ার সার্ভিসের অক্লান্ত প্রচেষ্টার ফলে ধোয়া ঘরটি বাচানো সম্ভব না হলেও ধীরেন বাবুর বসত
বাড়িটিকে বাচানো সম্ভব হয়।এতে করে বাড়িটি সংলগ্ন চামটিলা জলেবাসা প্রধান সড়কটি প্রায় ঘন্টা খানেকের জন্য যান যটে বন্ধ হয়ে পড়ে।যদিও আগুন আয়ত্বে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।বাড়ি মালিক জানায় ধোয়া ঘর থেকেই কোন ভাবে রাবারসিটে আগুন ছরিয়ে পরার ফলেই এই আগুনের সুএপাত।
0 মন্তব্যসমূহ