রাবার সিটের ধোয়া ঘড়ে আচমকাই আগুন লেগে মুহুর্তের মধ্যেই ঘরটি সম্পুর্ন ভস্মীভূত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১২ জানুয়ারি
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ গতকাল বিকাল আনুমানিক চারটা এিশ মিনিট নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন রাবার 

ব্যাবসায়ী ধীরেন দেব নাথের বাড়িতে রাবার সিটের ধোয়া ঘড়ে আচমকাই আগুন লেগে মুহুর্তের মধ্যেই ঘরটি সম্পুর্ন ভস্মীভূত হয়ে যায়।যদিও ঘটনার পরপরই এলাকাবাসীদের প্রচেষ্টায় পানিসাগর ফায়ার সার্ভিসে খবর পাটানো হয়।তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যথা সময়ে এসে হাজির হলেও ফোন মারফৎ দূর্ঘটনার খবর দেওয়াতে প্রথমে ছোট গাড়ি নিয়ে আসলেও ঘরটিকে বাঁচাতে পারেনি।তাই বাধ্য হয়ে 

পুনরায় কল করে বড় গাড়ি এনে আগুন আয়ত্তে নিয়ে আসে।তবে ততক্ষনে ঘড়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।মালিক জানায় ধোয়া  ঘরটিতে প্রায় দুই হাজার কে,জি, রাবারের সিট ছিলো।এগুলি সব পুরে ছাই হয়ে যায়।রাবার সিটে আগুন লাগার ফলে অতিঅল্প সময়ের মধ্যেই ঘরটি পুরে ছাই হয়ে যায়।তবে ফায়ার সার্ভিসের অক্লান্ত প্রচেষ্টার ফলে ধোয়া ঘরটি বাচানো সম্ভব না হলেও ধীরেন বাবুর বসত 
বাড়িটিকে বাচানো সম্ভব হয়।এতে করে বাড়িটি সংলগ্ন চামটিলা জলেবাসা প্রধান সড়কটি প্রায় ঘন্টা খানেকের জন্য যান যটে বন্ধ হয়ে পড়ে।যদিও আগুন আয়ত্বে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।বাড়ি মালিক জানায় ধোয়া ঘর থেকেই কোন ভাবে রাবারসিটে আগুন ছরিয়ে পরার ফলেই এই আগুনের সুএপাত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu