পানিসাগর মহকুমার সরকারি ইংলিশ মিডিয়াম জে,বি,স্কুলে ছাএ ছাএিদের কোভিড ১৯ টেষ্ট করানো হয়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
১২ জানুয়ারি
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ রাজ্য শিক্ষাদপ্তর পরিচালিত ২০২১/২২ সনের শিক্ষাবর্ষে প্রতিটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সম্পুর্ন কোভিড বিধি মেনে সান্মাষিক পরিক্ষা পর্ব।অথচ 

এত সথর্কতা মুলক ব্যাবস্হা গ্রহনের মধ্যেও উওর জেলার পানিসাগর মহকুমার সরকারি ইংলিশ মিডিয়াম জে,বি,স্কুলে বিগত শনিবার দিন পরিক্ষারত অবস্হায় ষষ্ট শ্রেনীর এক ছাএি অসুস্হতা বোধ করায় তড়িঘড়ি অভিবাবকদের স্বরনাপন্ন হয়ে ছাএিটিকে বাড়িতে পাটিয়ে দেওয়া হয়।পরবর্তিতে ঐ অসুস্হ ছাএির দেহে কোভিড সংক্রমনের পজেটিভ রিপোর্ট আসে।এই খবর পাওয়া মাএ  স্কুল কতৃপক্ষ নরেচরে বসেন।এমতাবস্থায় জেলা শিক্ষা অধিকর্তা এবং মহকুমা শিক্ষা আধিকারিকের স্বরনাপন্ন হয়ে রাজ্যের শিক্ষা 

মন্ত্রীর দেওয়া বিবৃতি মোতাবেক পরিক্ষা কেন্দ্রটিকে সেনিটাইজ করে সামাজি দুরত্ব বজায় রেখে পুনরায় পরিক্ষা পর্ব জারি রাখা হয়।তবে সতর্কতা মুলক ভাবে গতকাল পানিসাগর স্বাস্হ্য কেন্দ্রের স্বরনাপন্ন হয়ে ষষ্ট শ্রেনীতে পরিক্ষারত অবস্হায় সকল ছাএ ছাএিদের কোভিড ১৯ টেষ্ট করানো হয়।যদিও কোভিড টেষ্টে আর কোন ছাএ ছাএির দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসেনি।তবে এরপর থেকে সম্পুর্ন কোভিড রিতি মেনেই পরিক্ষা পর্ব সম্পন্ন হচ্ছে।তবে বিদ্যালয় চত্বরে কোন অভিবাবক কিংবা কোন বহিরাগত কে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।স্কুল কতৃপক্ষের কাছে জানা গেছে এবারকার ষষ্ঠ শ্রেনীতে 
পাঠরতা ছাএ ছাএির সংখ্যা মোট ৪৭ জন।এদের মধ্যে একজন ছাএি কোভিড আক্রান্তের ফলে বাকি ৪৬ জন ছাএ ছাএিদের বিদ্যালয় চত্বরে কোভিড টেষ্ট সম্পন্ন হয়।পাশাপাশি বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নায় কর্মরত তিন জন সহ শিক্ষক শিক্ষিকাদের ও টেষ্ট করানো হয়।যদিও ভাগ্যিস আর কারোর দেহে কোভিড সংক্রমণের রিপোর্ট আসেনি।তবে প্রতিটি পরিক্ষা পর্বের ক্ষেত্রে প্রতিজন ছাএ ছাএিকে ভালোভাবে স্যানিটাইজ এবং মাক্স ব্যাবহারের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়ছে।এই নিয়ে বিদ্যালয়ে পরিক্ষারত ছাএ ছাএি সহ অভিবাবক এবং শিক্ষক শিক্ষিকারা গভীর উৎকন্ঠায় রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu