সবুজ ত্রিপুরা ১২ জানুয়ারিবুধবার বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন বাইপাস চৌমুনী এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় পথচলতি এক ব্যক্তি।
ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকাল ১১ টা নাগাদ বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন বাইপাস চৌমনি এলাকায় গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হয় তপন কুমার শীল নামে বয়স ৫০ এক ব্যক্তি। যার গাড়ির নম্বর TR031717 নাম্বারে টাটা এস মালবাহী গাড়িটি পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে যায় ব্যক্তি।
পরবর্তী সময়ে স্থানীয় পথ চলতে লোকেরা দেখতে পেয়ে তড়িঘড়ি খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের কে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত তপন কুমার শীল নামে ব্যক্তিকে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে।
জানা যায় তপন কুমার শীল এর অবস্থা খুবই আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তি কে আগরতলা জিবি হসপিটালে রেফার করা হয়।
তবে ঘাতক মালবাহী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।
জানা যায় তপন কুমার শীল এর অবস্থা খুবই আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ব্যক্তি কে আগরতলা জিবি হসপিটালে রেফার করা হয়।
তবে ঘাতক মালবাহী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ