বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত কমলাসাগর মণ্ডলের অন্তর্গত ৩৭ নং বুথের বিজেপির একনিষ্ঠ কর্মী শেফালী বড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায় তিনি জিবি হাসপাতালে দীর্ঘদিন কিডনি জনিত সমস্যার কারণে ভুগছিলেন, পরবর্তী সময় উনার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় উনাকে জিবি হাসপাতাল থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। যদিও মঙ্গলবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বিজেপির একনিষ্ঠ কর্মী শেফালী বড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার উনার মৃতদেহ
গোকুলনগর স্থিত বিজেপির কার্যালয়ে নিয়ে আসলে উনাকে শেষ শ্রদ্ধা জানান বিজেপির কমলাসাগর মণ্ডলের সভাপতি সুবীর চৌধুরী সহ মহিলা মোর্চার মন্ডল সভানেত্রী ঝুমুর সরকার সহ অন্যান্য কার্য কর্তারা। জানা যায় ২০১৮
বিধানসভা নির্বাচনের আগে মৃত শেফালী বড়ুয়ার বাড়িতে বিস্তারক বিকাশ মল্লিক উনার বাড়িতে ছিল এবং ওই বিস্তারক বিকাশ মল্লিককে তিনি লালনপালন করেন ।
0 মন্তব্যসমূহ