সবুজ ত্রিপুরা ১২ জানুয়ারিবুধবার
বিশালগড় প্রতিনিধিঃ বখাটে যুবক দের হাতে আক্রান্ত কীর্তনে আসা দুই যুবক। আক্রান্ত যুবকদের নাম আকাশ দাস এবং রাহুল সরকার। ঘটনা বিশালগড় থানাধীন রাস্তারমাতা এলাকার হরিনাম কীর্তন যজ্ঞ অনুষ্ঠানে।
আক্রান্ত যুবক আকাশ দাসের মা অভিযোগ করে ওনার ছেলে আকাশ দাস (২০) এবং তার বন্ধু রাহুল সরকার (১৮) মঙ্গলবার রাতে রাস্তার মাতা বাজারে অনুষ্ঠিত হরি নাম যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে কীর্তন শুনে ও মেলায় ঘুরে বাড়ি
ফেরার সময় যখন পার্কিং প্লেইস নিজের বাইক বের করতে যায় তখন কোন কারন ছাড়াই স্থানীয় কয়েকজন বামনেতা তাদের ওপর চড়াও হয়। হেলমেট দিয়ে তাদের উপর আক্রমণ চালায়।
0 মন্তব্যসমূহ