প্যাক্স নির্বাচনের নমিনেশন দাখিল পর্ব অনুষ্ঠিত হলো-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
১৭ জানুয়ারি
সোমবার
পানিসাগর  প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৮ জানুয়ারি ২০২২ ইন তারিখে। নির্বাচনী প্রক্রিয়া কে বাস্তবায়িত করতে বৃহস্পতিবার

বেলা ১২ ঘটিকা থেকে ২ ঘটিকা পর্যন্ত সমবায় সমিতি লিঃ নির্বাচনের দাখিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গত ৩ জানুয়ারি ২০২২ ইন সোমবার ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর গত বৃহস্পতিবার নির্বাচনের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন করা হলো। এবারের নির্বাচনে মোট সাতজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  

নির্বাচনে  সর্বমোট ১৭৬২ জন শেয়ার হোল্ডার এর মধ্যে থেকে মোট সাতজন মনোনয়নপত্র দাখিল করেন। এবারের নির্বাচনে পাঁচটি আসনের জন্য মোট সাতজন প্রতিদ্বন্দ্বিরা হলেন  মদন মোহন নাথ সভ্য পদ ১২৭৬ শ্রীমতি রিনানাথ সভ্য পদ ১৭২৪, শ্রীমতি ময়না দেবনাথ ১৬২৯, মতিলাল 
দাস তালুকদার ১২১২, সজল মালাকার ৫৬৪, দীপক নাথ ১৩০০ ও মানিক সূত্রধর ১৬৪৩,আগামী ২৮ জানুয়ারি সকাল ৮ ঘটিকা থেকে জলাবাসা সমবায় সমিতির নির্বাচন শুরু হবে ওইদিনই নির্বাচন প্রক্রিয়া শেষে গণনা প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, তৎপর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান এবারের নির্বাচন অফিসার জন্মজিৎ রায় মহাশয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu