যুব দিবসে তেজস্বিনী-র নানান সামাজিক কর্মসূচি-Sabuj Tripura


 সবুজ ত্রিপুরা 

১৭ জানুয়ারি
সোমবার
ধর্মনগর  প্রতিনিধিঃ জাতীয় যুব দিবসের শুভ ক্ষনে ধর্মনগরে পথ চলা শুরু করলো "তেজস্বিনী" এনজিও নামক একটি সামাজিক সংস্থা । 

ধর্মনগরেরই কিছু যুবক যুবতিদের নিয়ে তৈরি এই সামাজিক সংস্থাটি স্থাপনের প্রথম দিনই একাধিক সামাজিক কর্মসূচি প্রতিপালন করলো।যেমন বুধবার ১২ জানুয়ারী  সকাল ১০ টায় ধর্মনগর জেলা হাসপাতালের প্রসূত বিভাগের মহিলাদের মধ্যে ফল এবং মিষ্টি বিতরণ করা হয় এবং বেলা 

১২ টায় দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলাকার মা বোনদের মধ্যে স্যানিটারি নেপকিন বিতরণ করা হয়। পাশাপাশি স্যানিটারি নেপকিন ব্যবহার নিয়ে  সচেতনতা মূলক আলোচনা করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হুরুয়া উপসাস্থ্য কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণা চৌধুরী সাথে ছিলেন এমএসডাব্লিউ   ডালিয়া পাল সহ 
সংস্থার সকল সদস্য ও সদস্যারা। সংস্থার তরফে জানানো হয় মূলত সমাজের সাহায্যে ও বিভিন্ন বিষয়ে সকলের মধ্যে  সচেতনতা বৃদ্ধিকরাই  এই সংস্থার মূল উদ্দেশ্য।প্রাথমিক অবস্থায় প্রতিমাসেই তারা দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের মা ও বোনদের মধ্যে স্যানিটারি নেপকিন বিতরন করবেন। তাছাড়াও সারা বছর থাকবে নানান সামাজিক কর্মসূচি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu