১২ টায় দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এলাকার মা বোনদের মধ্যে স্যানিটারি নেপকিন বিতরণ করা হয়। পাশাপাশি স্যানিটারি নেপকিন ব্যবহার নিয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ হুরুয়া উপসাস্থ্য কেন্দ্রের ইনচার্জ কৃষ্ণা চৌধুরী সাথে ছিলেন এমএসডাব্লিউ ডালিয়া পাল সহ
সংস্থার সকল সদস্য ও সদস্যারা। সংস্থার তরফে জানানো হয় মূলত সমাজের সাহায্যে ও বিভিন্ন বিষয়ে সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিকরাই এই সংস্থার মূল উদ্দেশ্য।প্রাথমিক অবস্থায় প্রতিমাসেই তারা দক্ষিণ হুরুয়া গ্রাম পঞ্চায়েতের মা ও বোনদের মধ্যে স্যানিটারি নেপকিন বিতরন করবেন। তাছাড়াও সারা বছর থাকবে নানান সামাজিক কর্মসূচি ।
0 মন্তব্যসমূহ