ধৃতদের পুনরায় পানিসাগর থানায় রিমান্ডে এনে জোর তল্লাশিতে লোকিয়ে রাখা নয় কার্টুনে আরও ১২০০ বোতল কফসিরাফ উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জানুয়ারি

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ বিগত ২৭ ডিসেম্বর তারিখে পানিসাগর থানার পুলিশ গোপন সংবাদের ভিওিতে আসাম আগরতলা জাতীয় সড়কের নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা 

থেকে জে,কে,০৩ এইচ,৮৭৭০ নম্বরের একটি দশচাকার লড়ি থেকে মোট ৪৬৫৫ বোতল কফসিরাফ এবং ৩১৬২৪ টি নেশা জাতীয় টেবলেট বাজেয়াপ্ত করা সহ লড়ি চালক দুই ভাই আমির আহমেদ এবং আকিব আহমেদ,পিতা মঃ সিমোম্বা আহমেদ, বাড়ি জম্মু কাশ্মীরের খানাবল গ্রামের 

বাসিন্দাকে গ্রেফতার করে ধর্মনগর আদালতে সোপর্দ করে।পরবর্তীতে বিগত চার জানুয়ারি ধৃতদের পুনরায় পানিসাগর থানায় রিমান্ডে এনে জোর তল্লাশিতে তাদের কথাবার্তায় অসংলগ্ন তথ্যের ভিওিতে গতকাল পানিসাগর 

মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক শ্রীযুক্ত শ্যামজয় জমাতিয়ার উপস্হিতিতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা অন্যান্য সামগ্রীর সাথে লোকিয়ে রাখা নয় কার্টুনে আরও ১২০০ বোতল কফসিরাফ উদ্ধার করে।

এই নিয়ে লড়িটি থেকে মোট ৫৮৫৫ বোতল কফসিরাফ উদ্ধার করে।ধৃতদের কাছ থেকে আরও বিস্তারিত জানতে চলছে জোর জিজ্ঞাসাবাদ।এই নিয়ে পানিসাগর থানার তল্লাশি অভিযানে গোটা মহকুমা জোরে স্বস্তির পরিবেশ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu