সাধারণ জনগনকে নিয়ে জন শুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জানুয়ারি

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ডের,ও,এন,জি,সি,কোম্পানি এবং  পানিসাগর মহকুমা 

বিভিন্ন এলাকার সাধারণ জনগনকে নিয়ে জন শুনানি অনুষ্ঠান।উক্ত জন শুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পলিউশন কন্ট্রোল বোর্ডের মাননীয় আধিকারিক শ্রীযুক্ত অমরেন্দ্র দেব্বর্মা মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন ও,এন,জি,সি,এর জি,এম,হেড শ্রীযুক্ত সৌমিএ রায় মহাশয়,উওর জেলার অতিরিক্ত জেলা শাসক শ্রীযুক্ত ধনবাবু রিয়াং মহাশয়,পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীযুক্ত হোমাগ্নি ভট্টাচার্য মহাশয়,পানিসাগর পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান শ্রীযুক্ত সন্জয় দাস মহাশয় এবং পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত লক্ষীকান্ত দাস মহাশয় সহ অন্যান্য আধিকারিক বৃন্ধ।

এই জন শুনানি অনুষ্ঠানটি অনুষ্টিত হয় পানিসাগর মহকুমার বেশ কয়েকটি স্হানে ও,এন,জি,সি,কতৃপক্ষের উদ্দ্যোগে খনিজ তেল এবং গ্যাসের সন্ধানে ড্রিলিং এবং বমব্রাস্টিং এর কারনে ঐ এলাকায় বসবাস রত সাধারন জনগনের কষ্টার্জিত ফসল,মাছ,এমনকি বসতঘড়ে ফাটল ধরে ক্ষয়ক্ষতি বিষয় নিয়ে উভয়ের মধ্যে সরাসরি আলোচনা পর্ব।এতে করে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্হিতিতে ও,এন,জি,সি,কতৃপক্ষের সাথে সরাসরি মতবিনিময় ঘটে ক্ষতিগ্রস্ত  সাধারণ জনগনের।বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষতিগ্রস্ত জনগন তাদের ক্ষতি গ্রস্তের বিষয় গুলি তোলে ধরেন। 

সেই মোতাবেক ও,এন,জি,সি,কতৃপক্ষও তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে বিবেচনা করে সঠিক ক্ষতিপুরনের আস্বাস প্রদান করেন। পাশা পাশি আগামী দিনে ঐ ধরনের কাজ সংঘটিত করার পূর্বে প্রতিটি এলাকার নির্বাচিত পন্চায়েতের সাথে আগাম আলোচনাক্রমে কাজ সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।তবে ও,এন,জি,সি,কতৃপক্ষের তরফ থেকেও প্রতিটি এলাকার পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের সহযোগিতার আহবান জানানো হয়।তাদের পক্ষথেকে যাতে সাধারন জনগনের ক্ষয়ক্ষতির পরিমান গুলো কমিয়ে আনাযায় তার প্রতিও কড়া নজরদারি রাখা হবে বলে জানানো হয়।এমতাবস্থায় যদি কোনও জনগনের নতুন করে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয় তবে ক্ষতিগ্রস্তরা নিজ নিজ এলাকা জনপ্রতিনিধিদের সহায়তায় অথবা ব্লক আধিকারিকের স্বরনাপন্ন হয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে ও,এন,জি,সি কতৃপক্ষের নজরে নিয়ে আসতে পরবে বলে জানানো হয়।পরিশেষে অনুষ্টানের শেষ লগ্নে পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের আলোচনার মাধ্যমে অনুষ্টানের ইতি রেখা সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu