বিজেপি যুব মোর্চার উদ্দ্যোগে মশাল মিছিল এবং কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কুশপুতুল দাহ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জানুয়ারি

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ বিগত ৫ জানুয়ারি বুধবার ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পাঞ্জাব রাজ্যে যাত্রা পথে ভারতীয় জাতীয় কংগ্রেসের পরিকল্পিত 

অবরোধের প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে গতকাল সন্ধ্যায় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত  জলাবাসা বাজারে পানিসাগর  বিজেপি যুব মোর্চার উদ্দ্যোগে মশাল মিছিল এবং কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়। গতকাল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাব সফরে যান তখন উনার কনভয় আটকে দিয়েছিল পাঞ্জাবের কৃষক আন্দোলনকারী নামধারী 

কংগ্রেস দূর্বৃত্তরা। ঘটনাস্থলে উপস্হিত পাঞ্জাব পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ  উঠছে বিজেপি মহল থেকে। তৎসঙ্গে পাঞ্জাবের কংগ্রেস শাসিত সরকার কোন ভূমিকাই পালন করেনি। যখন বাথিন্ডা এয়ারপোর্ট থেকে হোসনি বালা যাচ্ছিলেন তখন নামধারী কৃষক আন্দোলন কারির বিক্ষোভের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় কুড়ি মিনিট সময় ফ্লাইওভারে আটকা পড়ে। আন্দোলনকারীদের এহেন আচরণে ভারতের প্রধানমন্ত্রীর মত ব্যক্তিত্বের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী যখন কোন রাজ্যে সফরে যান, তখন প্রধানমন্ত্রীর সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব অর্পিত হয় রাজ্য সরকারের । কিন্তু 

পাঞ্জাবের বর্তমান কংগ্রেস শাসিত রাজ্য সরকার তা পালন করেনি বলে প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিত্বকে প্রায় কুড়ি মিনিট রাস্তায় আটকা পড়ে থাকতে বাধ্য হন। তাই পাঞ্জাবের কংগ্রেস সরকারের প্রতি  ধিক্কার জানিয়ে সারা ত্রিপুরার রাজ্যের বিজেপির যুব মোর্চা সাথে সাথে পানিসাগর মন্ডল স্থিত যুব মোর্চা প্রতিবাদে গর্জে উঠে। গতকাল সন্ধ্যা ছয় ঘটিকায় জলাবাসা বাজার এলাকায় বিজেপির যুব মোর্চার প্রায় তিনশত কর্মীগণ হাতে মশাল নিয়ে এবং কংগ্রেস হাইকমান্ড সোনিয়া ও  রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu