সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
পানিসাগর প্রতিনিধিঃ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে।
গতকাল সকাল ১১ ঘটিকায় জলাবাসা বিদ্যালয় প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুভ সূচনা করেন, উত্তর ত্রিপুরা জেলার জেলাধিপতির ভবতোষ দাস, সাথে উপস্থিত ছিলেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস, উত্তর জেলার জেলা সদস্য বিকাশ শর্মা, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক বিল , বিদ্যালয়ে এসএমসি কমিটির সভাপতি বিজন দেব সহ আরো অন্যান্য নেতৃত্বরা।গতকাল জলাবাসা বিদ্যালয়ের তিন টি করে মোট ছয়টি শ্রেণিকক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনটির নির্মাণ কাজের শুভ সূচনায় অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আনন্দ উল্লাস পরিলক্ষিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সহ উত্তর ত্রিপুরা জেলার জেলাধিপতির
ভবতোষ দাস মহাশয় বলেন যে জলাবাসা দ্বাদশ মান বিদ্যালয় কে এবং ছাত্র-ছাত্রীদের পাঠদানের মান উন্নয়ন করতে বর্তমান সরকার সারা রাজ্যের বিদ্যালয়গুলির উন্নয়নের সাথে সাথে এই বিদ্যালয় কেও বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। সেই সুবাদে জলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়ে একটি ডিয়েড কলেজ নির্মাণের কাজ চলছে। তৎসঙ্গে বিদ্যালয়ে একটি উন্নত মানের ড্রয়িং রুম এবং সায়েন্স ল্যাবরেটরী নির্মাণ করার অনুমোদন হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই স্ট্যান্ডার্ড ঘোষণা করে নির্মাণ কাজ শুরু করা হয়ে যাবে।এভাবে অচিরেই জলাবাসা দ্বাদশ মান বিদ্যালয়কে স্বয়ংসম্পূর্ণ করতে শিক্ষা মন্ত্রী তথা বর্তমান সরকার বদ্ধপরিকর।
0 মন্তব্যসমূহ