সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
বক্সনগর প্রতিনিধিঃ ৫ই জানুয়ারি ২০২২ইং বক্সনগর আর ডি ব্লকের অধিনে দীর্ঘ ছয়দিন ধরিয়া সংকীর্তন ও নাম যজ্ঞা অনুষ্ঠান চলছে দক্ষিণ কলম চৌড়া এগিয়ে চল মাঠ প্রাঙ্গণে।
২০০১ সাল থেকে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভ সূচনা হয়ে ছিল এলাকাবাসীর হাত ধরে।আজ ২১ তম বৎসরে পদার পন করছে আর হরির নাম চলবে ৩২ প্রহর ব্যাপী। ৭০০ পরিবারের মধ্যে ধান চাউল সংগ্রহ করিয়া এবং আর্থিক চাঁদা তুলিয়া কীর্তন করে থাকে দক্ষিণ কলমচৌড়া কীর্তন কমিটির নেতৃত্বরা।৩ রা জানুয়ারি বাংলা ১৮
পৌষ রোজ সোমবার গঙ্গা নিমন্ত্রিত আন য়েনের মাধ্যমে মহানাম যজ্ঞে শুভ অধিবাস ও ঘট স্থাপনের ভোর অরুণ উদয় হইতে সংকীর্তন আরম্ভ।কীর্তন কমিটির সেক্রেটারি সমীর রায় সভাপতি চিত্তরঞ্জন সরকার এবং ক্যাশিয়ার বিপ্লব বিস্বাস বলেন আমরা শুধু কীর্তন নিয়েই থাকিনি সামাজিক অনেক কর্তব্য ও করে থাকিতার মধ্যে হল দরিদ্রতম লোকের মেয়েদের শুভ বিভাহে সাহায্য করে থাকি তাছাড়া কচি কাচা শিশুদের মধ্যে আর্ট প্রতিযোগিতা এবং ক্যুইজ প্রতিযোগিতা শঙখ ধবনি এবং
উলুধনি মাধ্যমে সাধারণ মানুষের মনে আনন্দ দিয়ে থাকি।রাজ্যের এবং বহিরাজ্যের সুনামধন্য কীর্তনিয়া দল দ্ধারা সংকীর্তন পরিচালিত হয়।ধর্ম মানে শুধু মতবাদ নয়,ধর্ম মানে সাধনা সৎ হওয়া আর সৎ কর্মকরা।এক মাএ ভগবান ই পৃথিবীর পথ প্রদর্শক এবং গুরু।নামেতে মজিলে মন হরি দেয় দরশন কৃপা করেদেয় তারে যুগল চরন।নামই সমবল আর ভক্তিই বল।আগামী ৭ই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় হইতে মহাপ্রশাদ বিতরন করা হবে।উক্ত ধর্মীয় অনুষ্ঠানে সকলের মঙ্গল কামনা করে শ্রমে দানে উপস্থিতিতে ওআন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাফল্য মন্ডিত হোক এই কামনাই করছে দক্ষিণ কলমচৌড়া কীর্তন কমিটি।
0 মন্তব্যসমূহ