সবুজ ত্রিপুরা
৩ জানুয়ারি
পানিসাগর প্রতিনিধিঃ সুসংহত পদ্ধতিতে উন্নত প্রথায় কৃষি চাষাবাদের উপর এক দিবসীয় সচেতনতা মুলক শিবির অনুষ্টিত হয় পানিসাগর মহকুমার অন্তর্গত জলেবাসা মাধবপুর গ্রামে।উক্ত সচেতনতা মুলক শিবিরে উপস্থিত
ছিলেন লেম্বুছড়া স্হিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের আই,সি,এ,আর,রিচার্চ সেন্টরের প্রধান বিজ্ঞানী ডঃ অনুপ দাস মহাশয়।এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডঃ সৌমেন্দ্র কুমার মহাশয়,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য বিজ্ঞানী ডঃ শান্তনু দাস মহাশয়,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের
এস,এম,এস,হর্টিকালচার শ্রীযুক্ত সজল চাকমা মহাশয়,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্ল্যান্ট প্রটেকশন এস,এম,এস,শ্রীমতি টুসি দেব্বর্মা মহোদয়া,কন্কাবতী কলই মহাশয়া,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফিসারি এস,এম,এস,শ্রীমতি নেলি দেব্বর্মা মহোদয়া,পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ল্যাব টেকনিশিয়ান শ্রীমতী দেবযানী দাস মহাশয় সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য কর্মী বৃন্ধরা।মাধবপুর এলাকার প্রায় শতাধিক কৃষক ভাই বোনেরা উপস্থিত হয়ে শিবিরের উৎকর্ষতা আরও বাড়িয়ে তোলে।শিবিরের উপস্হিত অথিতিরা একে একে সুসংহত পদ্ধতিতে
কি করে একই জমিতে দ্বিগুণ ফসল উৎপাদন করে অধিক মুনাফা কামাই করা সম্ভব হবে তার উপর বিশেষ নিত্যনতুন পদ্ধতির উপর আলোকপাত করা হয়।তবে শুধুমাত্র অধিক ফলন উৎপাদন করলেই শেষনয়,প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে ফসলের সঠিক গুনগত মান এবং সঠিক পুষ্টি গুন ঠিক ঠাক থাকে কিনা।এর জন্য প্রতিটি কৃষককেই সঠিক মান সম্পন্ন উন্নত সার বীজ ব্যাবহার করতে হবে। পাশাপাশি সঠিক সময়ে সার এবং জল সেচের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে বলে উল্লেখ করেন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়ওাধীন কৃষিজ ফসল ফলানোর মাধ্যমেই নিজেকে স্বনির্ভর করে তোলা সম্ভব নয়।এর জন্য দরকার মাছ চাষ,মুরগী পালন,শূকর পালনের মাধ্যমে নিজেকে স্বনির্ভর করে তোলা।উক্ত শিবিরে উপস্থিত কৃষকদের উন্নত মানের বীজ এবং কীটনাশক বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও কৃষি কাজ করতে গিয়ে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে তড়িঘড়ি যেন পানিসাগর স্হিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করেন মহকুমার কৃষকগন।এই ধরনের সচেতনতা মুলক শিবির প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে করাতে প্রতিটি গ্রামের কৃষকগন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রসংশায় পঞ্চমুখ।
0 মন্তব্যসমূহ