ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও ইন্টারভিউতে টিকলেও নেই চাকরি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩১ ডিসেম্বর

শুক্রবার

বক্সনগর প্রতিনিধিঃ এস পি ও এবং টি এস আর এর চাকরির জন্য ইন্টারভিউতে টিকেও বঞ্চিত সোনামুড়া মহকুমা ময়নামা গ্রাম পঞ্চায়েতের যুবক-যুবতীরা ।

এস পি ও চাকরি থেকে শুরু করে টি এস আর এর চাকরি থেকে বঞ্চিত সোনামুড়া মহকুমার ময়নামা গ্ৰাম পঞ্চায়েত এলাকার যুবক যুবতীরা, জানা যায় অন্যান্য গ্ৰাম পঞ্চায়েতের মতো ময়নামা গ্ৰাম পঞ্চায়েত এলাকা থেকেও পাঁচ থেকে ছয় জন ইন্টারভিউ দিয়েছে,  নামের তালিকা 


প্রকাশ হতে দেখা যায় সোনামুড়া মহকুমার জুড়ে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে এক থেকে চার জন পর্যন্ত এস পি ও চাাকরির জন্য নাম এসেছে, যেমন কেন্দ্রীয় মন্ত্রীর এলাকা ধনপুরের চার জনের নামে এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত ময়নামা এলাকা থেকে কোনো যুবক যুবতীর নাম দেখ যায় নিয়ে, নামের তালিকা দেখে হতাশ হয়ে পড়েছে ইন্টারভিউ দেওয়া যুবক যুবতীরা , তাদের অভিযোগ প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত থেকে কারো না কারো নাম এসেছে কিন্তু ময়নামা থেকে কোন নাম দেখা যায় নি তালিকায়, অন্যদিকে জানা যায় এই গ্ৰাম থেকে 

টিএসআরের ইন্টারভিউ তে টিকেটও চাকরি থেকে বঞ্চিত হয়েছে মানিক মিয়া নামের এক  যুবক , তার দাবি নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল ঘরে ঘরে চাকরি দিবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে চার গ্ৰাম মিলে টিএসআরের জন্য একজন চাকরি জন্য আবেদন করেও চাকরি পাচ্ছে না, তার অভিযোগ টিএসআর নিয়োগ এর ক্ষেত্রে দুর্নীতি হয়েছে যোগ্য প্রার্থী রা চাকরি পায়নি, তাই  মুখ্যমন্ত্রীর নিকট সুষ্ঠ তদন্তের দাবি জানায় বেকার যুবক মানিক মিয়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu