অভিযুক্ত শাহাব উদ্দিনের বাড়ি উত্তর জেলার কদমতলা থানাধীন ইছাই টুলগাও গ্রামের চার নং ওয়ার্ডে।তার বিরুদ্ধে ভারত-বাংলা সীমান্তের ইয়াকুব নগর এলাকায় ফেন্সিং কেটে গবাদি পশু পাচারের অভিযোগ ছিল দীর্ঘ দিনের। তাছাড়া গোটা উত্তর জেলা জুড়ে গবাদিপশু পাচারের ত্রাস সৃষ্টিকারী ছিল।কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে কদমতলা থানায় একাধিক মামলা থাকাতে সে দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল।
অবশেষে বুধবার বিকেল পাঁচটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা থানার পুলিশ বেশকয়েকটি মামলায় অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড আসামি শাহাব উদ্দিনকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।পুলিশি জেরায় প্রাথমিকভাবে ধৃত শাহাব উদ্দিন অনেক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।তাই আন্তর্জাতিক গবাদিপশু পাচার চক্রটিকে গুড়িয়ে দিতে ধৃত শাহাব উদ্দিনকে পুলিশি হেফাজতে আনা অত্যন্ত প্রয়োজন বলে মনে করছে কদমতলা থানার পুলিশ।তাই পুলিশ রিমান্ড চেয়ে বৃহস্পতিবার ধৃতকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে কদমতলা থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ