প্রাক্তন শি‌ক্ষিকা খুশির মৃত‌্যু দিবসে শীতবস্ত্র বিতরণ(আসামের)বারইগ্রামে-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা 
২১ জানুয়ারি
শুক্রবার
কদমতলা  প্রতিনিধিঃ প্রাক্তন স্কুল শি‌ক্ষিকা তথা সাংবা‌দিক অরুপ রা‌য়ের সহধর্মিনী খুশিরাণী রায়ের মৃত্যুদিবসে বৃহষ্প‌তিবার কো‌ভিড প্রটোকল মে‌নে বারইগ্রা‌ম 

রেল জংশ‌নের পা‌শে আ‌য়ো‌জিত এক অনুষ্টা‌নের ম‌ধ্যে দি‌য়ে দুঃস্থ মহিলাদের হাতে শীতবস্ত্র তুলে দিল খুশি স্মৃতি সংস্থা।অনুষ্টানের শুরু‌তে প্রয়াত খুশির প্রতিকৃতিতে  ফুলের মালা ও প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক তথা সমাজসেবী প্রবাল দাস।এরপর উপস্থিত অতি‌থি ও অন্যান্য সদস্যরা একে একে শ্রদ্ধা ‌নি‌বেদন ক‌রেন প্রয়াত খু‌শি দেবী‌কে।প‌রে অনু‌ষ্টিত হয় এক আ‌লোচনা সভার।হিমানী দত্তের পৌরহিত্যে অনু‌ষ্টিত সভায় 

সোনাই আদর্শ বিদ‌্যাল‌য়ের প্রয়াত শি‌ক্ষিকা খু‌শির জীবনাদর্শন নি‌য়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিক্ষিকা মীনাক্ষী দাস শিক্ষক তথা সমাজসেবী প্রবাল দাস সহ অন‌্যরা।তারা ব‌লেন খুশির মৃত্যুর পর বছর থেকে খুশি স্মৃতি সংস্থা নানা সামাজিক কাজ করে আস‌ছে।আগামীতে মহিলাদের স্বাবলম্বী 
করে তুলতে হস্ত শিল্পের প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।অনুষ্টা‌নে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রাক্তন শিক্ষক বিমল দত্ত সহ বিষ্ণুপদ রায় সঞ্জীব দাস সোমা দাস অনিমা দাস মিতালী দত্ত গীতা দাস পূর্ণিমা মালাকার রুদ্র দাসচৌধুরী প্রমুখ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu