পাচারকালে আটক মাদক দ্রব্য-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২১ জানুয়ারি
শুক্রবার
বক্সনগর  প্রতিনিধিঃ রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাকে করিডর বানিয়ে পাচার কার্য চালিয়ে যাচ্ছে একাংশ পাচারকারীরা।

এপার থেকে ওপারে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নেশা সামগ্রী।আবার ওপার থেকে এপারেও নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে।ইদানিংকালে গাঁজা, ফেন্সিডিল,এস কফ সিরাপসহ গরু পাচারের রমরমা বাণিজ্য সীমান্ত এলাকাগুলোতে কেন্দ্র করে চালিয়ে যাচ্ছে পাচারকারীরা। বুধবার সাতসকালে এসকফ সিরাপ পাচার কালে বিএসএফের হাতে আটক আটশ এসকফ।যার বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।

আশাবাড়ী বিওপির দায়িত্বে থাকা ১৫০ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জোয়ানদের হাতে আটক হয় এই মাদক দ্রব্য।খবর সূত্রে জানা যায় আশাবাড়ী বিওপির দায়িত্বে থাকা ১৫০ নম্বর ব্যাটেলিয়ানের এক বিএসএফ জোয়ান বুধবার সকাল ৮ ঘটিকার সময় রহিমপুর সীমান্তের ১৬৯ নম্বর গেটের ও ২০৫৯ নম্বর পিলারের পাশে ডিউটিরত অবস্থায় ছিল।তখন কিছু পাচারকারী সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে মাদকদ্রব্য পাচার করার সময় আশাবাড়ী বিওপির কোম্পানি কমান্ডার যোগেন্দ্র যাদব সহ কিছু জোয়ান অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে।তবে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তী সময়ে জওয়ানরা অবৈধ মাদকদ্রব্যগুলি বিওপিতে নিয়ে এসে দেখে মোট পাঁচ পেটি কার্টুনে আটশ এস কফ সিরাপের বোতল রয়েছে।বি এস এফ জোয়ানরা এসকফ সিরাপ উদ্ধার করতে পারলেও কোন পাচারকারীকে আটক করতে পারেনি।এখানেই সন্দেহের দানা বেঁধেছে এলাকাবাসীর।সাম্প্রতিক দেখা গেছে  বিএসএফ জওয়ানরা প্রচুর পরিমানে নেশাদ্রব্য আটক করতে পারলেও নেশা কারবারিকে আটক করতে পারেনা।তবে কি মোটা অংকের বিনিময়ে নেশা কারবারিদের ছেড়ে দিচ্ছে জওয়ানরা।এই নিয়েও প্রশ্ন উঠছে অভিজ্ঞমহলের।বুধবার দুপুর ১ টার সময় এই অবৈধ মাদক দ্রব্যগুলি কলমচৌড়া থানার পুলিশের কাছে তুলে দেয় জোয়ানরা।দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে ব্যাপক হারে মাদকদ্রব্য পাচার হচ্ছে তা নিঃসন্দেহে বলা যায়।
বিএসএফের ঘনঘন  সাফল্যে এই ঘটনা পরিষ্কার।বিশেষ করে দেখা গেছে বক্সনগর সীমান্তে ১৫০ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা আসার পর থেকেই নেশা কারবারিরা বিপাকে পড়ে যায়।তারপরেও খামতি নেই  মাদক পাচার।সাম্প্রতিক দেখা গেছে অন্যান্য ব্যাটেলিয়নের তুলনায় ১৫০ নম্বর ব্যাটেলিয়ান মাত্র কয়েক মাসেই বিরাট সাফল্য।গত কয়েকমাসে ১৫০ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা কয়েক কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করে।বিএসএফ জওয়ানের সাফল্যকে ঘিরে উর্দ্ধতন বিএসএফ কর্তৃপক্ষ দারুণ খুশি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu