উক্ত সম্মেলনে দুই মহাকুমায় মোট ২৫ জন প্রতিনিধির একটি কমিটি গঠন করা হয়।জেলার বর্তমান বেহাল দশার চিএ তুলে ধরেন এবং বর্তমান জোট সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন।উক্ত সম্মেলনে ২৫ জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।এই কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় জেলা সম্পাদক হিসাবে নির্বাচন করা হয় বিশালগড় মহাকুমার বিধায়ক ভানুলাল সাহাকে।এদিন নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন কংগ্রেস,বিজেপি ও তৃনমৃল শুধুমাত্র লোভ লালসা চরিতার্থ করার জন্য রাজনীতি করছে।আর অন্যদিকে বামপন্হীরা নীতি আদর্শ ও সর্ব সাধারনের উন্নয়নের জন্য রাজনীতি করে।তারা আরও বলেন বর্তমানে রাজ্যে যে জোট সরকারটি চলছে তা কখনোই জন কল্যানকর হতে পারেনা,তারা গনতন্ত্রের দোহাই দিয়ে সৈরাতন্ত্র কায়েম করতে চাইছে।
যার ফলে এিপুরার জন সাধারণের জীবন যাএার মান পৃর্বের থেকেও নীচে নেমে গেছে যার প্রভাব পাহাড় থেকে সমতলে ফুটে উঠেছে। আরো বলেন এই সরকারকে মানুষ ধীরে ধীরে বর্জন করে চলছে।আর এজন্যই বিজেপির কিছু পোষ্য মাফিয়ারা বক্সনগর এলাকার চিরাচরিত শান্তি শৃংখলাকে বিনষ্ট করতে উত্র্রপ্রোত ভাবে লেগে পরেছে।এইসব সমাজদ্রোহীদের কর্ম কান্ডকে সকলের সম্মিলিত প্রয়াসে ব্যর্থ করতে হবে।আর এজন্যই সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান করেন।এভাবে এদিনের সম্মেলন নির্বিঘ্নে করুণা বিধি মেনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
0 মন্তব্যসমূহ