বিভিন্ন বাধা-বিপত্তির মধ্যে ওসোনামুড়া অনুষ্ঠিত হল সি পি এই(এমের) ৩তম জেলা সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২১ জানুয়ারি
শুক্রবার
বক্সনগর  প্রতিনিধিঃ বুধবার সকাল ১০ঘটিকায় সিপাহীজলা জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে।প্রথমে তারা শহীদ ব্যাদিতে মাল‍্যদান করে  সম্মেলনের কাজ শুরু করেন।

প্রতি তিন বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।এদিন জেলা কমিটির সোনামুড়া ও বিশালগড় সমস্ত প্রতিনিধিদের নিয়েই সম্মেলন হয়।উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য রমাদাস, সিপিএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সহীদ চৌধুরী,বিধায়ক শ্যামল দাস,রাজ‍্য কমিটির সদস্য শামসুল হক,সোনামুড়া বিভাগীয় কমিটির  সম্পাদক রতন সাহা, সহ আরো অন‍্যান‍্য নেতৃবৃন্দ।জিতেন্দ্র চৌধুরী সভাপতিত্বে আসন গ্রহন করেন। 

উক্ত সম্মেলনে দুই মহাকুমায় মোট ২৫ জন প্রতিনিধির একটি কমিটি গঠন করা হয়।জেলার বর্তমান বেহাল দশার চিএ তুলে ধরেন এবং বর্তমান জোট সরকারের ব‍্যর্থতার কথা তুলে ধরেন।উক্ত সম্মেলনে ২৫ জনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।এই কমিটির চুড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পুনরায় জেলা সম্পাদক হিসাবে নির্বাচন করা হয় বিশালগড় মহাকুমার বিধায়ক ভানুলাল সাহাকে।এদিন নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন কংগ্রেস,বিজেপি ও তৃনমৃল শুধুমাত্র লোভ লালসা চরিতার্থ করার জন্য রাজনীতি করছে।আর অন‍্যদিকে বামপন্হীরা নীতি আদর্শ ও সর্ব সাধারনের উন্নয়নের জন‍্য রাজনীতি করে।তারা আরও বলেন বর্তমানে রাজ‍্যে যে জোট সরকারটি চলছে তা  কখনোই জন কল‍্যানকর হতে পারেনা,তারা গনতন্ত্রের দোহাই দিয়ে সৈরাতন্ত্র কায়েম করতে চাইছে।

যার ফলে এিপুরার জন সাধারণের জীবন যাএার মান পৃর্বের থেকেও নীচে নেমে গেছে যার প্রভাব পাহাড় থেকে সমতলে ফুটে উঠেছে। আরো বলেন এই সরকারকে মানুষ ধীরে ধীরে বর্জন করে চলছে।আর এজন‍্যই বিজেপির কিছু পোষ‍্য মাফিয়ারা বক্সনগর এলাকার চিরাচরিত শান্তি শৃংখলাকে বিনষ্ট করতে উত্র্রপ্রোত ভাবে লেগে পরেছে।এইসব সমাজদ্রোহীদের কর্ম কান্ডকে সকলের সম্মিলিত প্রয়াসে ব‍্যর্থ করতে হবে।আর এজন্যই সবাইকে এগিয়ে আসার জন‍্য তিনি আহ্বান করেন।এভাবে এদিনের সম্মেলন নির্বিঘ্নে করুণা বিধি মেনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu