এই দিনে রক্তদানে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা,এলাকার যুবকরা উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে রক্ত দান করেন।এদিনের রক্তদানে খবর লেখা অব্দি ১৮ জন রক্ত দান করেছেন।রক্ত দান শিবিরের এক কর্তব্যরত চিকিৎসক জানান,২৫ জন রক্ত দাতার টার্গেট রয়েছে।এর চেয়ে বেশি হবে বলে আশা ব্যক্ত করেন।রক্তদানে আইজিএম ব্লাড ব্যাংকের চিকিৎসকরা উপস্থিত থেকে রক্ত সংগ্রহ করেন।তবে রক্তদানে ছেলে মেয়ে উভয়ই রক্ত দান করেন। রক্ত দিয়ে রাজ্যের সকল স্তরের মানুষের রক্তদানে উৎসাহিত করেন।করুনা কালে ছাত্র ছাত্রীদের এই ধরনের রক্তদান কে ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাহারুল ইসলাম মজুমদার সহ মন্ত্রী রামপ্রসাদ পাল।তিনি আরো বলেন,সমাজ কে এগিয়ে নিয়ে যেতে হলে এই ধরনের সামাজিক কাজে রাজ্যের সকল স্তরের মানুষ এগিয়ে আসতে হবে।তবে এই দিনের রক্তদানে দেখা যায় বক্সনগর আইটিআই কলেজের এক ছাত্র এই পর্যন্ত ২৩ বার রক্ত দান করেছেন।
তার টার্গেট সেঞ্চুরি।তার রক্ত দানের উদ্দেশ্য অনেকেই রক্ত দান করতে ভয় পায়।সে এই পর্যন্ত ২৫ বার রক্ত দিয়ে এটাই বুঝাতে চেয়েছেন যে রক্তদান করলে শরীরের কোন অংশ বা কোন ক্ষতি হয় না বরং উপকারী হয়। ছাত্র-ছাত্রীরা যাতে করে বেশি বেশি রক্ত দানে আরও এগিয়ে আসে তাই তিনি তোমার রক্ত দান করেছেন এবং ভবিষ্যতেও আরো করবেন।
0 মন্তব্যসমূহ