তবলা বাদক প্রতাপ নাথ। সাথে ছিলেন সাংস্কৃতিক সংগঠক সন্দীপ নাথ। অনুষ্ঠানের শুরুতেই প্রথাপ নাথ জানান।৮৩ বছর বয়সে জীবনাবসান কিংবদন্তী শিল্পী তথা প্রক্ষাত নৃত্য গুরু বিরজু মহারাজজির। রবিবার রাত বারোটা পনেরো নাগাদ দিল্লির নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বিরজু
মহারাজ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।তারপর থেকেই গোটা দেশেই নৃত্যের জগতে শোকের ছায়া নেমে আসেন। অনুষ্ঠানে বিরজু মহারাজির প্রতিকৃতিতে পুষপার্ঘ্য অর্পণের সাথে সাথে উনার আত্মার চির শান্তি কামনায় ১ মিনিটের নিরবতা পালন করা হয়। এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ধর্মনগরের নৃত্য, তবলা ও আবৃত্তি শিল্পীরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ