সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
ধর্মনগর প্রতিনিধিঃ বুধবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা সরকারের শিল্প ও বানিজ্য দফতরের উদ্যোগে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় গোটা উত্তর জেলার মোট ১৬০ জন বেনিফিসারী কে নির্বাচিত করে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তরের জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের ভাইস
চেয়ারপার্সন মঞ্জু রানী নাথ, ম্যানেজার এম এন ই মৌলিক মজুমদার ,ডি আই সি এর জেনারেল ম্যানেজার সজল দাস,মেম্বার সেক্রেটারি তপন দাস এবং সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য তথা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেবনাথ।
উদ্বোধক ভবতোষ দাস জানান রাজ্যের তথা দেশের যুবকদের স্বাবলম্বন করে তুলার উদ্দেশ্যে দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর একান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন । একটা সময় ছিল যুব সম্প্রদায় কেবল মাত্র সরকারী চাকুরির দিকে চেয়ে থাকতো। কিন্তু বর্তমানে যুবরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ব্যাবসা বানিজ্যের মাধ্যমে স্বাবলম্বী হতে শিখেছে। আর যুবদের মনে এই সোচ রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে।
0 মন্তব্যসমূহ