সোনিক সংস্কৃতিক ও সামাজিক পরিষদের ধর্মনগর প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত -Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জানুয়ারি

শুক্রবার

ধর্মনগর প্রতিনিধিঃ  সংস্কৃতির শহর ধর্মনগরের সংস্কৃতিক জগতের অতি প্রাচীন ও পরিচিতি একটি নাম সোনিক।১৯৭২ সালে ধর্মনগরে পথ চলা শুরু হয়েছিল সোনিকের। 

আগামী ১০ জানুয়ারি সোনিক সংস্কৃতি ও সামাজিক পরিষদের  ৫০ বছর পূর্তি হতে চলেছে।সংস্থার সুবর্ণজয়ন্তী  উপলক্ষে সোনিক সাংস্কৃতিক ও সামাজিক পরিষদের  পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির আগাম জানান দিতে বুধবার দুপুর ১২ টায় ধর্মনগর প্রেসক্লাবে এক 

সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সোনিক সংস্কৃতি ও সামাজিক পরিষদের মুখ্য কার্যনির্বাহী রবীন্দ্র দেবনাথ সাথে ছিলেন সোনিকের দুই কৃতী ছাত্রছাত্রী অমৃতা ভট্টাচার্য ও দেবরাজ দাস।সোনিকের মুখ্য কার্যনির্বাহী রবীন্দ্র  দেবনাথ  জানান আগামী  ৮ জানুয়ারি ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে রয়েছে  শাস্ত্রীয় সংগীতের আয়োজন । ৮ জানুয়ারির এই আয়োজনকে সার্থক রূপ দিতে রাজ্যের ও বহিরাজ্যের খ্যাতনামা  শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে। যেমন 

কলকাতা থেকে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য গুরু  সন্দ্বীপ মল্লিক তিনি কত্থক নৃত্য পরিবেশন করবেন।  শাস্ত্রীয় সঙ্গীতে আগরতলার পদ্মমল্লেশ্বর আদিত্য, ভায়োলিনে আগরতলা থেকে সিদ্ধার্ত সরকার , তবলায় আগরতলা থেকে  দিব্যজ্যোতি দাশগুপ্ত  ও সুমন ঘোষ এবং  বাঁশিতে থাকবেন বাবুল দেবনাথ।পরবর্তীতে  আগামী ১লা ফেব্রুয়ারি রয়েছে গুণীজনদের নিয়ে মিলন মেলা।  যারা বিভিন্ন ক্ষেত্রে ধর্মনগরের হয়ে খ্যাতি অর্জন করেছেন  এমন প্রায় ২০০ জনকে এই মিলন মেলায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। আগামী ৮ জানুয়ারির শাস্ত্রীয়  সন্ধ্যায় সকলকে আমন্ত্রিত জানান হয় সোনিকের  পক্ষ থেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu