রেল কর্মচারী এক মহিলার ঝলসানো মৃত দেহ উদ্ধার-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
২২ জানুয়ারি
শনিবার
ধর্মনগর  প্রতিনিধিঃ বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেলওয়ে কলোনির লেন নং ২ এর ২০(এ) নম্বর   কোয়ার্টারে এক রেলওয়ে মহিলা কর্মচারীর মৃত্যুর ঘটনাকে ঘিরে দেখা দিয়েছে চাঞ্চল্য । 

জানা গেছে ধর্মনগর রেলওয়ে স্টেশনের টিকেট কাউন্টারে কর্মরত রেল কর্মচারী  রিনা রানী নমঃশূদ্র বৃহস্পতিবার সকালে ডিউটি সেরে নিজ কোয়ার্টারে চলে যান। পুনরায় দুপুরে ট্রেনের সময়ে উনার ডিউটিতে আসার কথা থাকলেও উনি ডিউটিতে আসছেননা দেখে উনার দপ্তরের অনান্য কর্মচারীরা উনাকে বার বার ফোন করতে থাকে। 

এরি মধ্যে মৃতা রিনা নমঃশূদ্রের পাশের কোয়ার্টারের লোকজন নাকি উনার কোয়ার্টার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন। এই খবর পেয়ে ধর্মনগর রেল স্টেশনের সুপারিনটেন্ডন্ট আরপিএফ, রেলওয়ে জিআর পুলিশ, সহ রেলের মেডিক্যাল অফিসারকে নিয়ে মৃতার কোয়ার্টারে আসেন। এসে দেখতে পান কোয়ার্টারের চারিদিকে  দরজা জানালা ভেতর দিয়ে  বন্ধ। আরক্ষা বাহিনীর কর্মীরা তৎক্ষনাত কোয়ার্টারের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকেন। 
ঘরে ঢোকে মহিলার আগুনে ঝলসানো মৃত দেহ দেখতে পান সকলে। মৃত দেহের পাশে একটি কেরোসিনের ড্রাম পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।  ইতিমধ্যেই তদন্তে নেমেছে ধর্মনগর রেলওয়ে থানার পুলিশ সহ আরপিএফ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গেছে পূর্বেও নাকি একবার মহিলা আত্মহত্যার চেষ্টা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মহিলার মূল বাড়ি আসাম বদরপুরের চন্দ্রনাথপুর এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu