বিকেলবেলা ৪ ঘটিকায় কমান্ডিং অফিসার এস শিবা মূর্তি, সেকেন্ড কমান্ডেন্টগন সহ বিএসএফ জওয়ান দের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কান্তিগোপাল দেবনাথ এর নেতৃত্বে লিটন চন্দ্র নাথ তথা বিমল পুরকায়স্থয়ের উপস্থিতিতে ৬ টি হাই-ডেফিনেশন প্রজেক্টর এবং দুটি ক্যাসিও কিবোর্ড ১৩৯ ব্যাটেলিয়ন কমান্ড্যান্ট সাহেবের হাতে তুলে দেন। কান্তিগোপাল দেবনাথ উনার আলোচনায় বলেন সুদূর দিল্লী থেকে ত্রিপুরাতে এ প্রজেক্টর গুলো আনতে পেরে তিনি সত্যিই আনন্দিত এবং গর্বিত তার জন্য দিল্লীর ক্যাসিও ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি, গ্লোবালহান্ট ফাউন্ডেশন এবং সর্বোপরি সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ প্রদীপ কুমার শর্মা কে উনার হৃদয় থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পাশাপাশি বিএসএফ তথা যে সব সরকারি ও বেসরকারি সংস্থা গুলোকে এ প্রজেক্টর গুলো দেওয়া হচ্ছে তার সঠিক ব্যবহার করে সমাজের অন্তিম শ্রেণীর মানুষের কাছে পৌঁছাতে অনুরোধ করেন এবং সমাজের সকল শ্রেণীর মানুষের সহযোগিতার প্রার্থনা করেছেন এবং উনার কথার পরিশেষে উনি অনুরোধ করে জানিয়েছেন যে আজকে ২৩ শে জানুয়ারি নেতাজি কে
যেভাবে আমরা স্মরণ করেছি নেতাজির প্রতি আমাদের সম্মান প্রদর্শন তখনই সার্থক হবে যদি আমরা নেতাজির দেখানো পথে চলে দেশ ও সমাজের জন্য কিছু করতে পারি। আজকের এই পুন্য দিয়ে আমরা প্রত্যেক ভারতবাসী যাতে এই সংকল্প করি।
0 মন্তব্যসমূহ