ধর্মনগর রেলওয়ে স্টেশনের আরপিএফের আধিকারিক লক্ষণ দেববর্মা জানান উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ১ লক্ষাধিক টাকা হবে । তবে এই গাঁজা উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । পরবরর্তীতে গাঁজাগুলো ধর্মনগর জিআর পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানায় আরপিএফ ।প্রজাতন্ত্র দিবসের জন্য চলা চেকিংএর দরুন ধরা পরছে গাঁজা গুলো। এতএব তা থেকে আন্দাজ করা যায় ট্রেন লাইনে অনান্য সময় তল্লাশি না থাকায় গাঁজা কারবারিরা ট্রেন যোগেই অনায়াসে তাদের পাচার বানিজ্য চালিয়ে যাচ্ছেন। বর্তমানে সড়ক পথে কোঠোর তল্লাশি চলায় প্রায়শই রাজ্যের বিভিন্ন থানার অভিযানে উদ্ধার হচ্ছে বহু নেশা সামগ্রী।
যার ফলে নেশা কারবারিরা সড়ক পথের পরিবর্তে রেলপথকেই তাদের পাচার বানিজ্যের জন্য নিরাপদ হিসেবে বেছে নিয়েছেন। তবে রাজ্য থেকে নেশার কারবারকে বন্ধ করতে হলে সড়ক পথের সাথে সাথে রেলপথেও আরো জোর তল্লাশির প্রয়োজন রয়েছে সকলে মনেকরছেন।
0 মন্তব্যসমূহ