ফ্লেয়ারর্স অফ টিউন-র বার্ষিক অনুষ্ঠানের জানান দিতে সাংবাদিক সম্মেলন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

২৯ জানুয়ারি
শনিবার

ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগরের একটি সামাজিক এবং সাংস্কৃতিক তথা নাট্য একাডেমি "ফ্লেয়ারর্স অফ টিউন" নামক প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠানকে সামনে রেখে 

শুক্রবার ধর্মনগর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ দেবতোষ নাথ ।তিনি জানিয়েছেন  আগামী ২৯ থেকে ৩১ শে জানুয়ারি পর্যন্ত  সংস্থার বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে।  ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত তিনদিন ব্যাপী  বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ 

তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন,মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উওরের জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, বিশেষ অতিথি হিসেবে থাকবেন জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে সহ বিভিন্ন সঙ্গীত এবং নৃত্য বিদ্যালয়ের প্রবীণ  শিক্ষক-শিক্ষিকারা । অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে আয়োজিত তিনদিন ব্যাপী অনুষ্ঠানে বহিরাগত শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে গিটার বাদন,বংশী বাদন সহ নৃত্য এবং সংগীতের অনুষ্ঠান। শুক্রবার সাংবাদিক সম্মেলনে দেবতোষ নাথ জানান। ধর্মনগর পদ্মপুর স্থিত  "ফ্লেয়ারর্স অফ টিউন" সংস্থা বিভিন্ন সাংস্কৃতিক বিষয় যেমন শাস্ত্রীয় সংগীত ,শাস্ত্রীয় গিটার বাদন, বাঁশি, তবলা, 

সহ বহু বিষয়ে শিক্ষা প্রদানের সাথে সাথে পড়াশোনার শিক্ষা দানও করে থাকে। এখানে বহু দুঃস্থ ছাত্র ছাত্রী রয়েছে যারা সম্পূর্ণ  বিনে পয়সায় বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহন করছেন। এছাড়াও এই সংস্থার শিক্ষক এবং ছাত্ররা মিলে প্রতিদিন সকালে নিয়ম করে বিবিআই মাঠ সহ বিভিন্ন রাস্তায় সমাজের স্বার্থে সাফাই  কাজ করে থাকেন।সত্যি তাদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu