সবুজ ত্রিপুরা
২৯ জানুয়ারিশনিবারতেলিয়ামুড়া প্রতিনিধিঃ অন্যান্য বছরের ন্যায় এ বছরও তেলিয়ামুড়া কৃষি অফিস সংলগ্ন সরকারি ফার্মের দুই (২) হেক্টর জায়গায় সরিষা-র বীজ চাষ করা হয় কৃষি তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে।
তবে এ বছর সরিষার চাষাবাদে তেমন ভাল ফলন হয়নি বলে জানা গেছে কৃষি অফিস সূত্রে।এদিকে তেলিয়ামুড়া কৃষি মহকুমা অফিসার ইনচার্জ রাজীব দে জানিয়েছেন,,, দুই (২) হেক্টর জায়গায় সরিষার বীজের চাষ করা হয়। PM-27 প্রজাতির বীজের চাষ করা হয়।
তিনি জানান সরিষার বীজের চাষ ও ভালো হয়েছে। এই সরিষার উন্নতমানের বীজ গুলি নথিভূক্ত কৃষকদের মধ্যে বিলি বন্টন করা হয়। তবে এই চাষাবাদে এবার এক(১) টন সরিষার বীজ পাওয়া যাবে।
এই সরিষার বীজ তেলিয়ামুড়া থেকে দক্ষিণ ত্রিপুরার কৃষিজ স্টোরে প্রেরণ করা হবে। কারণ দক্ষিণ ত্রিপুরায় সরিষার চাষ করে কৃষকরা বলে জানান ইনচার্জ রাজিব দে। তবে সরকারি ফার্মে সরিষার বীজ চাষাবাদে এবছর ফলন অনেকটাই কম।
0 মন্তব্যসমূহ