৪০ হাজার টাকার জাল নোট সহ এক সরকারি কর্মচারীকে আটক করল পুলিশ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 

৩১ জানুয়ারি
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃরবিবার রাতে সোনামুড়া থানার পুলিশ  জয়ন্ত দেববর্মা নামের এক কর্মচারী কে আটক করে।

তার কাছ থেকে ২  হাজার টাকা জাল নোট উদ্ধার করে ধৃত জয়ন্ত পানীয় জল সম্পদ দফতরের কর্মচারী । সোনামুড়ার এসডিপিও বনোজ বিপ্লব দাস জানান , আমাদের কাছে খবর ছিল জাল নোট সোনামুড়া বাজারে ছড়িয়ে দেওয়া হবে । 

এই খবরের ভিত্তিতে ঘটনার তদন্তে নামানো হয় দুই এসআই ডেভিড ডারলং এবং পাৰ্থ দেবকে । তারা তদন্তে নেমে মেলাঘরের বাসিন্দা জয়ন্ত দেববর্মাকে জাল নোট সহ আটক করে । ধৃত দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে । অভিযোগ , রাজ্যে ছেয়ে যাচ্ছে জালনোট । এই টাকাগুলি বাংলাদেশ হয়ে রাজ্য প্রবেশ করছে । 
সোনামুড়া সীমান্ত দিয়ে হুন্ডি এবং বড় পুঁজি ব্যবসায়ীরা জাল নোট কারবারিদের রাজ্যে প্রবেশের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে । তারা রাজ্যে এসে জাল নোট ছড়িয়ে দিচ্ছে । এতটাই দক্ষ তারা যে , জাল এবং আসল নোট পার্থক্য করতে গিয়ে সাধারণ নাগরকরা সমস্যায় পড়ছেন । পুলিশ থানায় নিয়ে ধৃত জয়ন্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । তার কাছে থেকে জাল নোট চক্রের তালিকা দ্রুত বের করতে পারবে বলে ধারণা করছে রাজ্য পুলিশ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu