সবুজ ত্রিপুরা
৩ জানুয়ারি
বক্সনগর প্রতিনিধিঃ ১লা জানুয়ারি ২০২২ ইংরেজি শুভ নবর্ষের প্রথম দিনেই মাননীয় প্রধান মন্ত্রী মোদী জি ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল
লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কৃষকের জীবন মান উন্নত করার জন্য ব্যাপক প্রচার ও প্রসার সংঘটিত করছে।তারই অঙ হিসাবে সারা রাজ্যের সাথে বক্সনগর পঞ্চায়েত হলে টি ভির পর্দাতেই ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত কৃষকদের সরা সরি অনুষ্ঠানে পি এম সাম্মানিত ও আত্মনির্ভর করার লক্ষ্যে দশ কোটি
কৃষকের জন কল্যান কর্ম সূচী হাতে নেওয়া হয়ে ছে। সার বীজ ঔষধ সঠিক সময়ে কৃষকদের হাতে পৌঁছে দেওয়াএমনকি কৃষি জাত সামগ্রী বাজার করা তার ও
ব্যবস্থা সরকার করবেন। যে হেতু কৃষকই হচ্ছে সমাজের মেরুদণ্ড ।আর কৃষক বাঁচলেই দেশ বাাঁচবে।বক্সনগর কৃষি সেকটর সমস্থ অনুষ্ঠানে আয়োজন করেছেন উপস্থিত ছিলেন সেকটর অফিসার এবং ব্লক চেয়ারম্যান সজ্ঞয় সরকার এবং বি এল ডব্লিউগন।১২ টা হইত ৩ টা পযর্ন্ত চলেছে লাইভ অনুষ্ঠান।
0 মন্তব্যসমূহ