সমাজ সেবায় পিছিয়ে নেই সোনামুড়া মহকুমা এর গ্ৰামীন এলাকার যুবকরা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৩ জানুয়ারি

সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ  সমাজ সেবায় পিছিয়ে নেই সোনামুড়া মহকুমা এর  গ্ৰামীন এলাকার যুবকরা, করোনা মহামারির মধ্যে দিয়েও দীর্ঘ একবছর ধরে সমাজের অসহায় 

মানুষ সত্যিকারের যাদের সাহায্য প্রয়োজন তাদের পাশে দাঁড়িয়েছে  স্মাইল ফাউন্ডেশন,এই কম সময়ে অনেকে সামাজিক কাজ কর্মে যুক্ত ছিলো সংস্থার সদস্যরা, বর্তমান সমাজের যুবক ছেলেরা  যেখানে বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িত হয়ে পড়ছে সেই দিকে না গিয়ে অসহায় 

মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসে, সোনামুড়া মহকুমা বড়ণারায়ন কমিনিউটি হলে স্মাইল ফাউন্ডেশনের বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে, এদিন অনুষ্ঠানে সংস্থার বর্ষ পূর্তি উপলক্ষে গরিব ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ এবং  স্কুল পোশাক বিতরণ করে, তাছাড়া  

সাংবাদিক মোঃ মামুন এবং ইমারজেন্সি ব্লাড গ্রুপ এর তিন প্রতিষ্ঠাতা সদস্য সহ সামাজিক বিভিন্ন সংগঠন কে সংবর্ধনা প্রদান করা হয় সামাজিক কাজে সাথে যুক্ত থাকার দরুন, এইদিন উপস্থিত ছিলেন লেখক কবি জয়দেব নাথ , সমাজ সেবক মিজানুর রহমান, গ্ৰাম প্রধান সহ বিশিষ্টজনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu