সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
বক্সনগর প্রতিনিধিঃ তৃনমূল নেতা মুজিবুর ইসলাম মজুমদারের মৃতদেহ দুপুর ১২.৩০ এসে পৌঁছায় সোনামুড়া তৃনমূল ভবনে, এখান থেকে নেওয়া হয়েছে দুর্গাপুর বাসভবনে।
বিকাল চারটায় কবরস্থ করা হবে মা বাবার কবরের পাশে। উনার মৃতদেহ আসতে কান্নার রোল পরিবারের, শোকের ছায়া নেমে এসেছে গোটা সোনামুড়ায় , সর্বদলীয় মৌন মিছিল করে তৃণমূল ভবন থেকে বাড়িতে নেওয়া হয় মৃতদেহ,
সোনামুড়া সিপিএম পার্টি অফিসের সামনে বিধায়ক সহিদ চোধুরী, এবং বিধায়ক শ্যামল চক্রবর্তী শেষ শ্রদ্ধা জানান, অন্য দিকে তৃনমূল কংগ্রেসে ভবনে শ্রদ্ধা জানায় , তৃনমূল নেতা সুবল ভৌমিক, ইদ্রিস মিয়া সহ স্থানীয় তৃণমূল নেতারা।
৫ এ জানুয়ারি কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয় এই তৃনমূল নেতা , গত ২৮ শে আগস্ট উনার আগরতলার বাড়িতে দুষ্কৃতীর হামলা আহত হয়েছিলেন, স্ত্রী, এক ছেলে এক মেয়েকে রেখে গেছেন মৃত্যুকালে ।
0 মন্তব্যসমূহ