সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ কামথানা বিওপি ১৫০ নম্বর বিএসএফ জওয়ান অবৈধ গুরু আটক করতে সক্ষম হয় ১৩৫ নম্বর গেট থেকে
সংবাদে জানা যায় বৃহস্পতিবার সকাল ৫:৩০ নাগাদ কামথানা ১৫০ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে ১৩৫ নম্বর গেট থেকে প্রচুর অবৈধ গরু পাচার করার সময় আটক করতে সক্ষম হয় কিন্তু কাউকে আটক করতে পারেনি জানা যায় দীর্ঘদিন ধরে
সীমান্ত দিয়ে অবৈধ গরু প্রচার হচ্ছে পুলিশের চোখে ধুলো দিয়ে পুলিশ সেই অবৈধ গরু গুলির নম্বর বিহীন গাড়ি গুলো দেখলে ফাইন কেটে ছেড়ে দেয় আর সেই নম্বরবিহীন গরু বোঝাই গাড়ি তীব্র গতিতে চলাচলে রাস্তা দিয়ে ছোট বড় যান চলাচল খুবই কষ্টকর। বিশেষ করে কোনাবন কৈইয়াডেপা সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ গরু পাচার হয় প্রতিনিয়ত জানা যায় কিছু সংখ্যক সীমান্তের গেইটে থাকা বিএসএফ কে মোটা অংকের বিনিময়ে সীমান্তবর্তী গেট দিয়ে
বাংলাদেশে পাচার করা যাচ্ছে অবৈধ গরু এবং বিভিন্ন নেশা সামগ্রী। বৃহস্পতিবার সকাল বেলা ১৩৫ নম্বর গেট থেকে প্রচুর অবৈধ গুরু আটক করতে সক্ষম হয় সীমান্তবর্তী বিএসএফ জওয়ানরা এলাকার জনগণের অভিযোগ পুলিশ এবং বিএসএফ আরো বেশি সতর্ক হতে হবে তাহলে সীমান্ত দিয়ে এভাবে অবৈধ গরু পাচার এবং নেশা সামগ্রী পাচার হবে না বলে মনে করেন ।
0 মন্তব্যসমূহ