বিশালগড় মহাকুমা হাসপাতালে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখে ১০২ কর্মকর্তারা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা 
৭ জানুয়ারি

শুক্রবার

বিশালগড়  প্রতিনিধিঃ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার দুপুর ১ টা নাগাদ  বিশালগড় মহকুমা হাসপাতালে ১০২ অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখে কর্মকর্তারা যার ফলে রোগী নিয়ে যাওয়ার পথে হিমশিম খেতে হচ্ছে রোগীসহ আত্মীয়-পরিজনরা। 

অন্যদিকে জানা যায় প্রতিদিন প্রতিনিয়ত ১০২ এম্বুলেন্স  গাড়ি বিকল হয়ে থাকে দপ্তর জেনেও কোন ভূমিকা নিচ্ছেনা । 

সূত্রের খবর ১০২ এম্বুলেন্সের গাড়ির বিল বকেয়া থাকার ফলে পরিষেবা বন্ধ রাখে উর্দ্ধতন কর্তৃপক্ষরা যার খেসারত দিতে হচ্ছে রোগীদের। ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবা  দিন দিন তা তলানিতে গিয়ে পৌঁছেছে।যার খেসারত দিতে হচ্ছে মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে এসে রোগীদের এমনকি অনেক মায়ের কোল খালি হচ্ছে। 

এই হল  আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। অন্যদিকে ১০২ অ্যাম্বুলেন্সের কর্মীদের কাছ থেকে জানতে গেলে তারা জানান ডিসটিক কো-অর্ডিনেটর রবিউল হক কের নির্দেশে  অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখা হয়েছে । অন্যদিকে চিকিৎসা করাতে এসেছে মহকুমা হাসপাতালে এম্বুলেন্স না পেয়ে একপ্রকার ক্ষুব্ধ হয়ে  উঠন রোগীর আত্মীয় পরিজনরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu