সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
শুক্রবার
বিশালগড় প্রতিনিধিঃ কামথানা বি ও পির বিএসএফের যন্ত্রণা অতিষ্ঠ অরবিন্দ নগর 5 নম্বর ওয়ার্ড এলাকা বাসিন্দারা।দীর্ঘদিন যাবত কামথানা বিএসএফ জওয়ানরা
অবৈধ গরুর খুঁজতে গিয়ে অরবিন্দ নগর এলাকায় বাড়ি গড়ে ঢুকে বাড়িঘর ভাঙচুর করে এবং এলাকাবাসী পালা গবাদি পশু নিয়ে যায় বলে অভিযোগ জনগনের। এলাকাবাসীর মহিলাদের অভিযোগ তাদের পুরুষ লোক বাড়িতে থাকে নি সেই সময় বাড়িতে গিয়ে বিএসএফ
জওয়ানরা মহিলাদের ওপর বিশ্রী ভাষায় গালিগালাজ করে এমনকি ছোট ছোট শিশুরা বিএসএফের এ ধরনের আচরণ দেখে আতঙ্ক ভুগছেন। এলাকার নেতৃত্ব দেরকে জানিয়ে
কোন কাজের কাজ হয়নি কয়েকবার করে মধুপুর থানা এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জানিও কোন কাজ হয়নি বিএসএফের এই দাদাগিরিতে আগামী দিন এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন।
0 মন্তব্যসমূহ