সবুজ ত্রিপুরা
৭ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ নবাগতদের বরণ করে নিলো বিশালগড় গোকুলনগরস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বুধবার সকালে নবীনদের কপালে চন্দন পড়িয়ে এবং স্মারক দিয়ে কলেজের বিদ্যার্থীরা। কলেজ মাঠে আয়োজিত এদিনের এই নবীন বরণ অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ ডক্টর চিত্রা পাল, সহ অন্যান্য অতিথিরা। এদিন এই নবীনবরণ অনুষ্ঠানে রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মণ উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু কোনো এক কারণ বসত তিনি
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। এদিনের এই নবীন বরণ অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে শুভারম্ভ করেন অনুষ্ঠানে উপস্থিত সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি
সুপ্রিয়া দাস দত্ত বলেন রাজ্য সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করে তুলার জন চেষ্টা চালাচ্ছে, এদিন তিনি এই কলেজের উন্নতির স্বার্থে সরকারি ভাবে সাহায্য করার আশ্বাস দেন। অন্যদিকে এদিন উদ্বোধনী অনুষ্ঠানের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলেজে। এই নবীন বরণ অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ