সবুজ ত্রিপুরা
৮ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ উরাং সমাজ উন্নয়ন সমিতির ৩৫ তম বার্ষিক সম্মেলন কমলাসাগর পুরান পাড়ায়।
কমলাসাগর উরাং পাড়ায় দুই দিনব্যাপী উরাং সমাজ উন্নয়নে ৩৫ তম বার্ষিক সম্মেলনটি এই প্রথম কমলাসাগরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সম্পাদক মরন উরাং সহ-সম্পাদক সুখরঞ্জন উরাং এবং সমীর উরাং সহ অন্যান্যরা।
বার্ষিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন ওই সংগঠনটি অরাজনৈতিক সংগঠন।উরাং জনজাতির নিয়ম-নীতি ও সংস্কৃতির বিভিন্ন দিক থেকে পিছিয়ে আছে। যার কারণে সমাজে অনেক ক্ষয়ক্ষতি হয় তাই সম্মেলনের মাধ্যমে সমাজকে বার্তা দিতে চায় উরাং সমাজের মাতৃভাষা ও সংস্কৃতির প্রধান করার জন্য
পূজা পারবন অনুষ্ঠান গুলিতে সরকারি ছুটির দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। শুধু তাই নয় উরাং জনজাতি লোকেরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাই তাদের দাবি রাজ্য সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা গুলি ভোগ করার সুযোগ করে দেয়। ওই অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য ও সাংস্কৃতিক এর আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ