সবুজ ত্রিপুরা
৮ জানুয়ারি
বিশালগড় প্রতিনিধিঃ সরকারি নিয়ম নীতির বালাই নেই সরকারি দপ্তরেই। মানা হচ্ছে না আইন বেআব্রু প্রশাসন উবে গেছে সরকারি নির্দেশিকা।
শুক্রবার এমনই দৃশ্য দেখা গেল সিপাহীজলার পিকনিক স্পটে। দীর্ঘ দিন ধরে সিপাহীজলা অভয়ারণ্য সপ্তাহিক শুক্রবারে বন্ধ। অভিযোগ দপ্তরের একাংশ কর্মীদের হাত করে বন্ধের দিনও একাংশ মানুষেরা ভিড় জমাচ্ছে অভায়ারণ্য চত্বরে। সরকারি জায়গা যেখানে সাধারন মানুষ বা পর্যটকদের জন্য শুক্রবারে বন্ধ রাখা হয়েছে সেখানেই বনদপ্তর এর একাংশ কর্মীদের পকেট ভারি করে নিজেকে বিলিয়ে দিচ্ছে রহস্যজনক পর্যটকরা।
প্রশ্ন উঠেছে বন্ধের দিনেও সেখানে উন্মাদ যুবকদের অবস্থান নিয়ে। ঘটনা বিশালগড়ের সিপাহী জলা অভয়ারণ্যে। বিষয়টি নিয়ে কর্তব্যরত এক গেইট কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
গেটের তালা লাগিয়ে সরকারি নিয়ম নীতির জলাঞ্জলি দিয়ে সিপাহী জলা পিকনিক স্পটে অনেক যুবক-যুবতী সুরা পান করে পিকনিক স্পট কে কলঙ্কিত করছে। বিষয়টি চাউর হতেই অভয়ারণ্য কর্তৃপক্ষের বেশিরভাগ কর্মচারীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। এখন দেখার বিষয় অভায়ারণ্য কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়।
0 মন্তব্যসমূহ