সবুজ ত্রিপুরা
১০ জানুয়ারি
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ পথ দুর্ঘটনায় আহত ২ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত নিচের বাজার এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ প্রীতম দেবনাথ এবং প্রসেনজিৎ দেবনাথ কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে যাবার পথে TR 07B0268 নম্বরে একটি মারুতি
গাড়ি সজোরে ধাক্কা মারে এত গুরুতরভাবে জখম হয় দুইজন প্রত্যক্ষদশীরা তাদের উদ্ধার করে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ২ জনকে উদ্ধার করে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে।
বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে হাপানিয়া হাসপাতালে রেফার করে দেয় অপরদিকে দুর্ঘটনা হওয়া গাড়ি কে আটক করেছে এলাকার জনগণ ।
0 মন্তব্যসমূহ