সবুজ ত্রিপুরা
৮ জানুয়ারি
শনিবার
বিশালগড় প্রতিনিধিঃ ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত মধুপুর থানাধীন অরবিন্দ নগর এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকাল ১১ ঘটিকায় জায়গা সংক্রান্ত বিষয় কেন্দ্র করে
তোতা মিয়ার পরিবার এবং মুসলিম মিয়ার পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এতে গুরুতরভাবে জখম হয় শাসক দলের পঞ্চায়েত সদস্য বাদশামিয়া সহ উনার পিতা তুতা মিয়া এবং উনার স্ত্রী জেসমিন আক্তার পরবর্তী সময়ে
এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের তারা ছুটে গিয়ে আহত তিনজনকে নিয়ে আসে বিশালগড় মহাকুমা হাসপাতালে অপরদিকে আহতদের পরিবারের লোকজন জানান মুসলিম মিয়ার পরিবারের ৬ জনের বিরুদ্ধে মধুপুর থানায় লিখিত মামলা করবে তা নিয়ে ওই এলাকায় উত্তপ্ত পরিবেশ ।
0 মন্তব্যসমূহ